ভিডিও রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

রংপুরের বদরগঞ্জে ফেরাজুল হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেফতার

রংপুরের বদরগঞ্জে ফেরাজুল হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেফতার

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে ফেরাজুল হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে তারাগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- নিহত ফেরাজুলের সৎ বোন সাবিনা বেগম (২৮) ও তার স্বামী উপছার আলী (৩৫)। পুলিশ জানায়, ঘটনার পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন।

উল্লেখ্য গত বছরের ৩০ ডিসেম্বর উপজেলার কালুপাড়া ইউনিয়নের বুড়া দরগার পাথার নামক এলাকার একটি গর্ত থেকে অর্ধগলিত অবস্থায় ফেরাজুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার আব্দুস সামাদের ছেলে। এ ঘটনায় নিহতের মামা আবু তাহের বাদি হয়ে বাবা আব্দুস সামাদ, সৎ মা নূরজাহান বেগমসহ ৬ জনের নাম উল্লেখ করে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সেসময় এলাকার লোকজন বাবা আব্দুস সামাদসহ সৎ মাকে আটক করে বদরগঞ্জ থানায় হস্তান্তর করেন। এছাড়া রঞ্জনা বেগম ও রুবেল ইসলাম নামে এজাহার নামীয় আরও দুই আসামিকে পুলিশ গ্রেফতার করলেও সাবিনা বেগম ও উফছার আলী পলাতক ছিলেন।

আরও পড়ুন

বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এনিয়ে এজাহার নামীয় ৬ আসামি গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের বদরগঞ্জে ফেরাজুল হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেফতার

জয়পুরহাটের পাঁচবিবিতে আগুনে কৃষকের গোয়াল ঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি

গাইবান্ধার পলাশবাড়ীতে আশ্বিনেই চৈত্রের দাবদাহ, বিপর্যস্ত জনজীবন

বগুড়ার শিবগঞ্জে আসামির ইটের আঘাতে পুলিশ সদস্য আহত

জয়পুরহাটের পাঁচবিবিতে জনতার হাতে ট্রান্সফর্মার চোর চক্রের ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ গ্রেফতার ৩