ভিডিও রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ীতে আশ্বিনেই চৈত্রের দাবদাহ, বিপর্যস্ত জনজীবন

গাইবান্ধার পলাশবাড়ীতে আশ্বিনেই চৈত্রের দাবদাহ, বিপর্যস্ত জনজীবন। প্রতীকী ছবি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: আশ্বিন মাস ঋতুর শরৎকাল। এ মাসে মূলত হালকা ঠান্ডা অনুভূূত হয়। কিন্তু এ বছর পলাশবাড়ী উপজেলা জুড়ে চৈত্রের মতো প্রচণ্ড দাবদাহ দেখা গেছে। গত কয়েক দিন ধরে আবহাওয়ার বিরূপ আচরণে এবং প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধার চরাঞ্চলসহ গ্রামাঞ্চল ঘুরে দেখা যায়, আশ্বিনের তীব্র গরমের ফাঁদে পড়া মানুষের অস্থিরতার চিত্র। এসময় অনেকে ‘ঘাম ঝরা’ শরীর নিয়ে হাপাচ্ছিলেন। সম্প্রতি গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চলে অব্যাহত রয়েছে প্রখর রোদ আর ভ্যাপসা গরম।

চরাঞ্চলসহ উপজেলার চারিদিকে যেন খা খা অবস্থা বিরাজ করছে। প্রচন্ড গরমে বিপর্যস্ত সাধারণ মানুষ একটু স্বস্তির আশায় ছুটছেন ছায়াঘেরা ঠান্ডা স্থানে। আবার অনেকে কোমল পানীয় ও আইসক্রিম খেয়ে স্বস্তি পাওয়ার চেষ্টা করছেন।

সরেজমিনে দেখা যায়, রোদে পুড়ছে রোপা আমন ক্ষেতসহ বাসা-বাড়ি ও পথঘাট। অসহনীয় গরমে মানুষের মাঝে অস্থিরতা বিরাজ করছে। এ ধরনের বিরূপ আবহাওয়ার প্রভাবে সব শ্রেণি-পেশার মানুষ কোনো কাজেই মনোযোগী হতে পারছে না। অফিস-আদালতের কর্মজীবীরাও তীব্র গরমের কারণে ঠিকভাবে কাজকর্ম করতে পারছেন না।

আরও পড়ুন

বিশেষ করে বিপাকে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা। প্রখর রোদ আর অসহনীয় গরমে কৃষকরা মাঠে কাজ করতে ব্যর্থ হচ্ছে। সেই সাথে সিএনজি, আটোরিকশা ও ভ্যান চালকদেরও একই অবস্থা। এ কারণে থমকে গেছে তাদের জীবনযাত্রা।

বিদ্যমান এ পরিস্থিতিতে গাইবান্ধার মানুষদের বেড়েছে রোগবালাই। অনেকের সর্দি, জ্বর, কাশি, মাথাব্যথা ও নানান রোগে আক্রান্ত হচ্ছেন। সম্প্রতি তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে এক পশলা বৃষ্টির প্রার্থনা করছে সবাই। তবে গরমের সুযোগে ব্যবসা বেড়েছে কনফেকশনারি দোকানিদের। এসব দোকানে ফ্রিজে রাখা পানীয়, আইসক্রিম, দই, শরবত ও ঠান্ডা খাবার কিনতে ভিড় করছে গরমের কবলে পড়া মানুষেরা।

পলাশবাড়ী বাসস্ট্যান্ডে আসা রিকশা চালক মেহেদী হাসান বলেন, তীব্র গরম আর রোদে গাড়ি চালানো দায় হয়ে পড়েছে। তবুও জীবিকার তাগিদে রিকশা চালানোর চেষ্টা করছি। কিন্তু অসহনীয় গরমে যাত্রী সংকট দেখা দিয়েছে। পলাশবাড়ী হাসপাতালে কর্মরত ডা: বাধন জানান, গরমে পানি স্বল্পতাসহ হিটস্ট্রোকের ঝুঁকি রয়েছে। তাই তীব্র তাপদাহে শিশু ও বৃদ্ধ মানুষদের খুব জরুরি কাজ ছাড়া বাহিরে বের না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের বদরগঞ্জে ফেরাজুল হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেফতার

জয়পুরহাটের পাঁচবিবিতে আগুনে কৃষকের গোয়াল ঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি

গাইবান্ধার পলাশবাড়ীতে আশ্বিনেই চৈত্রের দাবদাহ, বিপর্যস্ত জনজীবন

বগুড়ার শিবগঞ্জে আসামির ইটের আঘাতে পুলিশ সদস্য আহত

জয়পুরহাটের পাঁচবিবিতে জনতার হাতে ট্রান্সফর্মার চোর চক্রের ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ গ্রেফতার ৩