জয়পুরহাটের পাঁচবিবিতে জনতার হাতে ট্রান্সফর্মার চোর চক্রের ২ জন আটক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: পাঁচবিবিতে অগভীর নলকূপে স্থাপনকৃত পল্লী বিদ্যুৎ এর ট্রান্সফরমার চোর চক্রের ২ সদস্যকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আওলাই ইউনিয়নের ছাতিনালী বাজারে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলো উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কামার গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আওয়াল (৪০) ও একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ছানোয়ার হোসেন (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট আওলাইয়ের বয়রা গ্রামের মৃত শাজাহান মন্ডলের অগভীর নূলকূপের একটি ট্রান্সফরমার চুরি হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করার পর আব্দুল আওয়াল চুরি হওয়া ট্রান্সফরমার ২০ হাজার টাকার বিনিময়ে ফেরত দিতে চান। কিন্তু তাকে টাকা দেওয়ার পর ট্রান্সফরমার ফেরত দিতে টালবাহনা করলে শাজাহান তাকে চাপ দিতে থাকে।
এপর্যায়ে গত ৮ তারিখে ট্রান্সফরমারের ভিতরে থাকা তামার কয়েল বের করে নিয়ে শুধু মাত্র ট্রান্সফরমারের খোলটি স্থানীয় একটি নদীতে ফেলে রেখে যায়। পরবর্তীতে শুধু ট্রান্সফরমারের খোল পেয়ে আবারও অগভীর নলকুপের মালিক শাজাহান মন্ডল আওয়ালকে চাপ দিলে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) ছাতিনালি বাজারে নেওয়া টাকা ফেরত দিতে এলে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দিলে তাদের পুলিশের কাছে সোর্পদ করেন।
আরও পড়ুনসম্প্রতি এলাকায় আবারও ট্রান্সফার চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। গতকাল শুক্রবার রাতেও ইউনিয়নের দুগরপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে নুরুন্নবীর গভীর নলকুপের ৩ টি ট্রান্সফর্মার চুরি হয়েছে।
মন্তব্য করুন