ভিডিও রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সদর ও ভোলাহাট উপজেলায় বিজিবি, র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পৃথক চার অভিযানে ৩ কেজি ৮০৭ গ্রাম হেরোইন, ২৭ কেজি ৫০ গ্রাম গাঁজা এবং ৪৯ বোতল ফেনসিডিলসহ চারজন গ্রেফতার হয়েছেন।

এসময় জব্দ হয়েছে একটি ইঞ্জিনচালিত নৌকা, ৩টি মোটরসাইকেল ও ২৫ সহস্রাধিক টাকা। গতকাল শুক্রবার দিনব্যাপী গোপন খবরের ভিত্তিতে অভিযানগুলো চালানো হয়। এসব ঘটনায় সদর থানায় তিনটি ও ভোলাহাট থানায় একটি মামলা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর সতেররশিয়া গ্রামের আব্দুস সামদের ছেলে তৌহিদুল ইসলাম ভাসাই (৩৮), জেলার ভোলাহাট উপজেলার কলেজ মোড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে শুভ মিয়া (২৬) এবং রাজশাহীর পবা থানার মহানন্দাখালি গ্রামের শ্রী মন্টুর ছেলে অন্তর মন্ডল (২৪)।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, গতকাল শুক্রবার বেলা ২ টায় সদর উপজেলা সীমান্তে চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামে বিশেষ অভিযান চালায় বাখের আলী বিওপির একটি টহলদল। অভিযানে গ্রাম সংলগ্ন পদ্মা নদীতে একটি নৌকা থেকে ৩ কেজি ৮শ’ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার হয়

আরও পড়ুন

তবে এসময় শনাক্ত হওয়া দুই ব্যক্তি নৌকা থেকে নদীতে ঝাঁপিয়ে পালিয়ে যান। এ ঘটনায় পলাতক ওই দুইজনকে আসামি করে মামলা হয়েছে। র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট সাইদ মাহমুদ সাদান বলেন, গতকাল শুক্রবার ভোররাত ৩ টায় সদর উপজেলার আমনুরা ইউনিয়নের কেন্দুল মোড় এলাকায় আমনুরা থেকে গোদাগাড়ীগামী সড়কে অভিযান চালানো হয়।

অভিযানে একটি মোটরসাইকেলে বহনকালে ২৭ কেজি গাঁজাসহ গ্রেফতার হন তৌহিদুল। এসময় অন্ধকারে আরও ২টি মোটরসাইকেল ফেলে তার সহযোগীরা পালিয়ে যায়। র‌্যাব অধিনায়ক আরও বলেন, গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় জেলা শহরের মহানন্দা সেতু টোল প্লাজার কাছে একটি ব্যাগের ভেতর বহনকালে ৪৯ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হন অন্তর মন্ডল।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, গতকাল শুক্রবার সকাল ৯টায় নিজ বাড়ি এলাকা থেকে ৭ গ্রাম হেরোইন, ৫০ গ্রাম গাঁজা ও ২৫ সহস্রাধিক টাকাসহ গ্রেফতার হন শুভ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের বদরগঞ্জে ফেরাজুল হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেফতার

জয়পুরহাটের পাঁচবিবিতে আগুনে কৃষকের গোয়াল ঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি

গাইবান্ধার পলাশবাড়ীতে আশ্বিনেই চৈত্রের দাবদাহ, বিপর্যস্ত জনজীবন

বগুড়ার শিবগঞ্জে আসামির ইটের আঘাতে পুলিশ সদস্য আহত

জয়পুরহাটের পাঁচবিবিতে জনতার হাতে ট্রান্সফর্মার চোর চক্রের ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ গ্রেফতার ৩