ভিডিও মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষ একটু বৃষ্টি হলেই হাঁটু পানিতে তলিয়ে যায়

বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষ একটু বৃষ্টি হলেই হাঁটু পানিতে তলিয়ে যায়। ছবি : দৈনিক করতোয়া

নওগাঁ প্রতিনিধি : একটু বৃষ্টি হলেই নওগাঁ শহরের দক্ষিণ সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ হাঁটু পানিতে ডুবে যায়। এছাড়াও নীচতলার সকল শ্রেণিকক্ষ ও অফিস কক্ষে পানি প্রবেশ করে সকল আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে। বর্ষায় বিদ্যালয়ের মাঠ পানিতে তলিয়ে থাকায় খেলাধুলার সুযোগ পায় না শিক্ষার্থীরা।

বিদ্যালয়ে আসা ও শ্রেণিকক্ষে বসা সবকিছুতেই ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের। এ ব্যাপারে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে বার বার দরখাস্ত ও তাগাদা দিয়েও কোন লাভ হয়নি বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি।

জানা যায়, দক্ষিণ সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণে ১৯৪৫ সালে করিম বক্স নিজে ৫৪ শতাংশ জমি দান করেন এবং এলাকার কয়েকজন বিদ্যানুরাগী ব্যক্তিবর্গের দ্বারা বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। বর্তমানে বিদ্যালয়ে ৮ জন শিক্ষক ও ৩৫০ জন শিক্ষার্থী রয়েছেন।

রাস্তা থেকে বিদ্যালয় ও মাঠটি ৩/৪ ফুট নিচু হওয়ায় বৃষ্টি হলেই হাঁটু পানিতে তলিয়ে যায়। আগে বিদ্যালয়ের দক্ষিণ ও পূর্ব কোণ দিয়ে পানি নিষ্কাশন হলেও বর্তমানে এর পাশে বসতবাড়ি উঁচু করায় পানি মাঠেই আটকে থাকে।

আরও পড়ুন

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মাসুদ রানা জানান, বিদ্যালয়ের এ ব্যাপারে উর্ধ্বতন কর্মকর্তা এবং পৌরসভার মেয়র বা পৌর প্রশাসককেও বার বার দরখাস্ত ও তাগাদা দিয়েও কোন লাভ হয়নি। বিদ্যালয়টি ‘খ’ গ্রেড থেকে ‘ক’ গ্রেডে উন্নীত হয়েছে। শিক্ষার মানও আগের তুলনায় অনেক ভাল, কিন্তু মাঠের কারণে শিক্ষার্থীরা খেলাধুলায় বেশি এগিয়ে যেতে পারছে না।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনুল আবেদীনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে আমার জানা আছে। অল্প সময়ের মধ্যে বরাদ্দ পেলেই সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচনে বাড়ছে পাল্টাপাল্টি অভিযোগ, আচরণবিধি মানা নিয়ে প্রশ্ন

২৩০ বিচারক বদলি

হাইকোর্টের অতিরিক্ত বিচারক হলেন সারজিস আলমের শ্বশুর

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬ লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ

ডাকসু নির্বাচনে পোস্টার-ব্যানার নিয়ে কঠোর নির্দেশনা

কুড়িগ্রামের উলিপুর পৌর আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার