ভিডিও মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬ লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬ লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬ লাখ টাকাসহ অফিসে ফেরার পথে বিকাশের এক কর্মী নিখোঁজ হয়েছেন। ঘটনাটি ঘটছে গতকাল রোববার রাত সাড়ে ৯ টার দিকে। নিখোঁজ নাজমুল হাসান রুবেল তাড়াশ উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

আজ সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ কেন্দ্রীয় কবরস্থানের সামনে রাস্তারার পাশে থেকে নিখোঁজ বিকাশ কর্মীর ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করে থানা পুলিশ। রুবেলের সহকর্মীরা জানান,নিখোঁজ রুবেল রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ভূঁইয়াগাঁতী বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে ডিএসও পদে কর্মরত ছিলেন।

প্রতিদিনের ন্যায় গতকাল রোববার সারাদিনের কাজ শেষে সন্ধ্যায় অফিসে ফেরার কথা ছিল তার। কিন্তু সন্ধ্যার পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। এরপর তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রাত ১২ টার দিকে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়।

আরও পড়ুন

বিকাশ ডিস্ট্রিবিউশন অফিস সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার সময় তার কাছে নগদ ৬ লাখ টাকা, একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন ছিল। এ বিষয়ে ভূঁইয়াগাঁতী বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসের কর্মকর্তা শ্যামা প্রসাদ জয় জানান, উদ্ধারকৃত ওই মোটরসাইকেল ও হেলমেট আমাদের সহকর্মী রুবেলের।

মোটরসাইকেল ও হেলমেটের সন্ধান পাওয়া গেলেও বিকাশ কর্মী রুবেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।   এব্যাপারে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা জানান, বিকাশ কর্মী রুবেল নিখঁজের বিষয়ে রোববার রাতেই একটি লিখিত অভিযোগ পেয়েছি। সকালে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়। তবে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করার চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচনে বাড়ছে পাল্টাপাল্টি অভিযোগ, আচরণবিধি মানা নিয়ে প্রশ্ন

২৩০ বিচারক বদলি

হাইকোর্টের অতিরিক্ত বিচারক হলেন সারজিস আলমের শ্বশুর

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬ লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ

ডাকসু নির্বাচনে পোস্টার-ব্যানার নিয়ে কঠোর নির্দেশনা

কুড়িগ্রামের উলিপুর পৌর আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার