পঞ্চগড়ের বোদায় যৌথবাহিনীর অভিযানে রেস্টুরেন্টে জরিমানা ও হাসপাতাল সিলগালা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় রেস্টুরেন্টে খাবারের মান নিয়ন্ত্রণ ও ক্লিনিকগুলোতে মানসম্মত সেবা নিশ্চিতে যৌথবাহিনী ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে। গতকাল রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বোদা পৌরসভায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন বোদা সেনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ। এসময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুবীর সাহা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদমান সাকিব, বোদা থানার এসআই রবিউল ইসলাম প্রমুখ।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও বিক্রির দায়ে কামাল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে না পারা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ব্যবহৃত ইনজেকশন রাখায় সুরমা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়।
আরও পড়ুনএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুবীর সাহা জানান, জনগণের স্বাস্থ্য ও ভোক্তার অধিকার রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠান অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন