ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

‎ঝালকাঠি শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ

‎ঝালকাঠি শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ

‎ঝালকাঠি শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে শহরের বাহের রোড এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।

এর কয়েকদিন আগে পৌরসভা কর্তৃপক্ষ থেকে মাইকিং করে অবৈধভাবে স্থাপিত দোকানপাট, বিলবোর্ড ও অন্যান্য স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীদের জানানো হয়।

কিন্তু সতর্কতা সত্ত্বেও ব্যবসায়ীরা স্থাপনা না সরানোয় বুধবার শহরের পোস্ট অফিস সড়ক, কালিবাড়ী সড়ক, স্টেশন রোড, হোগলা পট্টি, লঞ্চঘাট সড়ক ও বড় বাজার এলাকায় রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, অস্থায়ী টং দোকান, খোলা আড়তঘর, সাইনবোর্ড, ফেস্টুন, বিলবোর্ড, ঝুলন্ত ব্যানার এবং নির্মাণসামগ্রী অপসারণ করা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌরসভার প্রশাসক মো. কাওছার হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা, উপসহকারী প্রকৌশলী নাজমুল হাসান, ঝালকাঠি প্রেসক্লাবের সহসভাপতি আল-আমিন তালুকদারসহ উচ্ছেদ কমিটির অন্যান্য সদস্যরা।

আরও পড়ুন

পৌর প্রশাসক মো. কাওছার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন স্থানে রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন অনেক ব্যবসায়ী। আজ থেকে এ উচ্ছেদ কার্যক্রম শুরু হলো। অবৈধ স্থাপনা সম্পূর্ণ উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

‎তিনি আরও বলেন, অবৈধ বিলবোর্ড, ফেস্টুন, ব্যানার ও স্থাপনা উচ্ছেদে নিয়মিতভাবে অভিযান পরিচালিত হবে। এতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবেন এবং শহরের সৌন্দর্য অক্ষুণ্ণ থাকবে।

‎অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী এবং জেলা পুলিশ ও আনসার বাহিনীর একটি দল অংশ নেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ব্যবধানে ভারতের কাছে হারলো বাংলাদেশ

নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ১

বগুড়ার শেরপুরে শেরুয়া বটতলা থেকে ব্রাকবটতলা রাস্তাটি মরণ ফাঁদে পরিণত

দেশের সকল পূজামন্ডপের পাহারাদার হয়ে কাজ করবে জামায়াত- অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়ার গাবতলীতে দূর্বৃত্তের ছোঁড়া এসিডে আহত স্বামী-স্ত্রী

দিনাজপুরের চিরিরবন্দরে ফসল রক্ষায় আলোক ফাঁদ