ভিডিও রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

সিটির বড় জয়ের রাতে হার চেলসির

সিটির বড় জয়ের রাতে হার চেলসির, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে বার্নলিকে ৫-১ গোলে হারিয়েছে দলটি। এদিকে ঘরের মাঠে ব্রাইটনের কাছে ৩-১ গোলে হেরেছে চেলসি। 

সিটি-বার্নলি ম্যাচে জোড়া গোল করেছেন আর্লিং হল্যান্ড, দুটিই শেষ মুহূর্তে-একটি ৯০ মিনিটে, আরেকটি যোগ করা সময়ের তৃতীয় মিনিটে। এই ম্যাচে জোড়া গোল করেছেন ম্যাক্সিম এস্তেভেও, বার্নলির ফরাসি ডিফেন্ডার নিজেদের জালেই দুবার বল জড়িয়েছেন। প্রিমিয়ার লিগ ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে জোড়া আত্মঘাতী গোল করলেন এস্তেভেও। সিটির অন্য গোলটি মাতেউস নুনেসের। ৬১ মিনিটে নুনেসের গোলের আগে ১-১ সমতা ছিল ম্যাচ। বার্নলির একমাত্র গোলটি জ্যাইডন অ্যান্থনির।

আরও পড়ুন

ইউনাইটেড ও লিভারপুলের হারের দিনে হেরেছে আরেক বড় দল চেলসিও। ঘরের মাঠে ব্রাইটনের কাছে ৩-১ গোলে হেরেছে দলটি। এ ম্যাচেও যোগ করা সময়ে নাটক হয়েছে। ২৪ মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে এগিয়ে যায় চেলসি। ৫৩ মিনিটে ট্রেভো চালোবা লাল কার্ড দেখে চেলসিকে ১০ জনের বানিয়ে দেন। ৭৭ মিনিটে ড্যানি ওয়েলবেকের গোলে সমতায় ফেরে ব্রাইটন। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ম্যাক্সিম ডি কুইপারের গোলে এগিয়ে যাওয়া ব্রাইটন তৃতীয় গোলটি পায় যোগ করা সময়ের ১০ম মিনিটে। এ গোলটিও করেছেন ওয়েলবেক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের তিন প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ৪ লাখ ৬৭ হাজার টাকা

গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলব: প্রধান উপদেষ্টা

নাটোরের নলডাঙ্গায় মাদ্রাসার নামে  টাকা তুলতে গিয়ে মারধর, কেটে দেয়া হলো চুল 

পাবনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু

জুবিন ছিলেন কোহিনূর : নরেন্দ্র মোদি

পাকিস্তানে সেনা অভিযানে বাংলাদেশি নিহত