ভিডিও শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫১ দুপুর

নাটোর লালপুরে লাশ নিয়ে সড়ক অবরোধ, ময়নাতদন্ত ছাড়াই দাফন 

নাটোর লালপুরে লাশ নিয়ে সড়ক অবরোধ, ময়নাতদন্ত ছাড়াই দাফন, ছবি: দৈনিক করতোয়া ।

লালপুর (নাটোর) প্রতিনিধি:  নাটোরের লালপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আব্দুল হান্নান (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশের হাত থেকে সড়ক অবরোধ করে ময়নাতদন্তের ছাড়াই লাশ দাফন করেন সজনরা। 

গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রসুলপুর এলাকায় এই ঘটনা ঘটে। মৃত আব্দুল হান্নান (৫৫) উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের রসুলপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ও বিলমাড়িয়া গ্রামের মৃত আজা প্রামানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে আব্দুল হান্নান রসুলপুর আশ্রয়ন প্রকল্পের পাশের একটি পুকুরে মাছ ধরতে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সারারাত খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন

অবশেষে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে স্থানীয়রা জাল টেনে ওই পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। পরে বিকেলে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নিতে চাইলে লালপুর-বিলমাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে প্রায় ৪৫ মিনিট ধরে বিক্ষোভ করেন এলাকাবাসী। একপর্যায়ে পরিস্থিতি শান্ত হলে পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয় এবং দাফন সম্পন্ন করা হয়।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, “আমরা লাশ ময়নাতদন্তের জন্য নিতে চাইলে স্বজনরা বাধা দেন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে তাদের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পাদক পরিষদ’র নতুন কমিটি গঠন

আরও ৯ জেলায় নতুন ডিসি

বগুড়ার গাবতলীর তোজাম হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডাদেশপ্রাপ্ত আসামি দুলুর জামিন নামঞ্জুর 

সৎ মানুষ তৈরি করতে নৈতিক শিক্ষা অত্যন্ত জরুরি

বাংলাদেশকে জেতাতে পারলেন না হামজা : জয় হাতছাড়া বাংলাদেশের

বগুড়ার গাবতলীতে বিএনপির নির্বাচনি  প্রচারণা ও কর্মী সভা অনুষ্ঠিত