ডাকসু নির্বাচন: ১৫ অভিযোগের জবাব দিয়েছে কমিশন, তদন্তে মূল ফোকাস ব্যালট পেপার ইস্যু

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের পর বিভিন্ন অনিয়ম ও জিজ্ঞাসা নিয়ে একের পর এক অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনের কাছে। এরই ধারাবাহিকতায় কমিশন ইতোমধ্যে ১৫টি অভিযোগ ও জিজ্ঞাসার বিষয়ে লিখিত জবাব প্রদান করেছে।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ) বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য অংশ ব্যালট পেপারসংক্রান্ত। এ বিষয়ে কমিশনের তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে। কমিশন জানিয়েছে, শিগগিরই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তদন্তের বিস্তারিত ফলাফল প্রকাশ করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “কমিশনের দায়িত্বশীল কর্মকর্তারা নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ পদ্ধতিতে অভিযোগগুলো যাচাই-বাছাই করছেন। প্রতিটি অভিযোগের সঠিক তদন্ত শেষে আলাদাভাবে জবাব প্রদান করা হবে।”
আরও পড়ুনবিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নির্বাচনী ফলাফল ও প্রক্রিয়া নিয়ে যে সব প্রশ্ন উঠেছে, তার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ ব্যাখ্যা পাওয়া যাবে।
মন্তব্য করুন