নওগাঁর আত্রাইয়ে কয়েক গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার পতিসর-সমসপাড়া পাকা রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। ওই এলাকার কয়েক গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। গত কয়েক দিনের অবিরাম বর্ষণে আত্রাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন খাল বিলে পানি প্রবেশ করে। পানি বাড়তে থাকায় উপজেলার নিম্নাঞ্চলের লোকজন পানিবন্দি হয়ে পড়েছে। গত কয়েকদিন থেকে উপজেলার পতিসর-সমসপাড়া পাকা রাস্তা পানির নিচে তলিয়ে রয়েছে।
রাস্তার উপর কোমর পানি হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে ওই এলাকায় পানি বৃদ্ধির ফলে বাহাদুরপুর, দমদত্তবাড়িয়া, হিঙ্গুলকান্দি, জগন্নাথপুরসহ কয়েক গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। এসব গ্রামের লোকজন তাদের গবাদি পশু নিয়ে পড়েছে চরম বিপাকে। গো চারণভূমি ও উঁচু জায়গার অভাবে তারা তাদের এসব গবাদি পশু বাড়ির বাইরে বের করতে পারছে না।
আরও পড়ুনফলে অনেকেই পানির দামে গবাদি পশু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এ ছাড়াও পানিবন্দি হয়ে পড়ায় এসব গ্রামের লোকজনের স্বাভাবিক জীবন থমকে গেছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন বলেন, আমার ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পানিবন্দি লোকজন খুব কষ্টে আছেন। নাগর নদীর পানির চাপেই ওই এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1765210270.jpg)
_medium_1765208275.jpg)
_medium_1765207820.jpg)
_medium_1765207838.jpg)
_medium_1765207107.jpg)


