নিউজ ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৫, ০৮:০৫ রাত
সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশকে ১৫০ রানের টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ
সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশকে ১৫০ রানের টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ
চট্টগ্রাম টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ফলে সিরিজে সমতা ফিরিয়ে আনতে হলে টাইগারদের সামনে এখন ১৫০ রানের লক্ষ্য।
ওপেনিংয়ে শুরুটা ভালোই করেছিল ক্যারিবীয়রা। তবে ব্র্যান্ডন কিং ১ রানে তাসকিন আহমেদের বলে ক্যাচ তুলে ফিরলে ভাঙে প্রথম জুটি। এরপর ইনিংস সামলান দুই তরুণ ব্যাটার অ্যালিক আথানাজ ও শাই হোপ। তারা দুজনই খেলেন দারুণ দুটি ইনিংস—আথানাজ ৩৩ বলে ৫২ ও হোপ ৩৬ বলে ৫৫ রান করেন।
তবে এই দুজন ছাড়া আর কেউই ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। শেষ দিকে রোস্টন চেজ (১৭) কিছুটা লড়লেও একের পর এক উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে থেমে যায় ক্যারিবীয়দের ইনিংস।
বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান নিয়েছেন ২টি করে উইকেট। তাসকিন, শরিফুল ও মুস্তাফিজও করেছেন দারুণ বোলিং, শেষ দিকে রেখেছেন চাপ।
এখন টাইগারদের সামনে কাজ একটাই — ১৫০ রানের এই লক্ষ্য তাড়া করে সিরিজে সমতায় ফেরা।
মন্তব্য করুন

_medium_1761746067.jpg)

_medium_1761741103.jpg)
-6901c879e3bfb_medium_1761738046.jpg)


