উন্নয়নের দিক থেকে রংপুর অনেক পিছিয়ে রয়েছে : ছাত্রশিবির সভাপতি
রংপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, উন্নয়নের দিক থেকে রংপুর অনেক পিছিয়ে রয়েছে। যারা এই অঞ্চল থেকে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়ে এই অঞ্চলকে নেতৃত্ব দিয়েছে, তারা নিজেদের স্বার্থ পকেট ভারীর রাজনীতি করেছে।
তারা প্রকৃত এই অঞ্চলের উন্নয়নের রাজনীতি তারা করেননি। এসব কারণে রংপুর দেশের অন্যান্য অঞ্চল থেকে পিছিয়ে পড়েছে। গত সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসের শহিদ মিনারে রংপুর কারমাইকেল কলেজের অনার্স ১ম বর্ষের নবীনবরণ ও বিভাগীয় পর্যায়ে স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবার রহমান বেলাল, কারমাইকেল কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি মেহেদী হাসান। সঞ্চালনা করেন কারমাইকেল কলেজ ছাত্রশিবিরের সভাপতি আবু সুফিয়ান।
আরও পড়ুনইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, রংপুরের মানুষ অনেক বেশি পরিশ্রমী। বাংলাদেশের কৃষি ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে। বাংলাদেশের অর্থনীতি ও গুরুত্বপূর্ণ সেক্টরে অনেক ভূমিকা পালন করলেও দু:খজনক সত্য হলো, রংপুর অঞ্চলের যে উন্নয়ন হওয়ার কথা ছিলো সেই জায়গায় রংপুরের উন্নয়ন হয়নি। তাই আগামী প্রজন্ম হিসেবে দায়িত্ব নিতে হবে বর্তমান শিক্ষার্থীদের। রংপুরের উন্নয়নে এবং দেশের জন্য কাজ করতে হবে।
মন্তব্য করুন









