ঘরে বাইরে পরিবর্তনের ছোঁয়া
ঘূর্ণিঝড় “মন্থার” প্রভাবে বৃষ্টি, দিনরাতের তাপমাত্রা কমে শীতের আগমনী বার্তা
স্টাফ রিপোর্টার : ঘূর্ণিঝড় মন্থা’র প্রভাবে আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকেই আকাশ মেঘলা ছিলো। মনে হচ্ছিল এই বুঝি ঝুম বৃষ্টি নামবে। বেলা বাড়ার সাথে সাথে রোদ দেখা দিলেও দুপুরের পর আবারও মেঘের আড়ালে তা ঢাকা পড়ে। সন্ধ্যার আগে নামে বৃষ্টি। দীর্ঘদিনের শুষ্ক ও গরম আবহাওয়ার পর স্বস্তি পায় মানুষ। দিনভর গরম থাকলে ও কয়েকদিন হলো সকাল ও রাতের কুয়াশা শীতের আগমনও জানান দিচ্ছে। আজ কার্তিক মাসের ১৩ তারিখ।
প্রকৃতিতে চলছে হেমন্ত কাল। ষড়ঋতুর এই দেশে পৌষ-মাঘকে শীত কাল হলেও হেমন্তেই গুটি গুটি পায়ে প্রকৃতিতে আসে ভাল লাগার মিষ্টি শীত। এবারের পুরো মৌসুম জুড়েই ছিল গরম ও তাপদাহের ঘনঘটা। ক’দিন হলো ভোররাতে প্রকৃতিতে শুরু হয়েছে শীতের আগমনী শিরশিরে বাতাস। সকালের শিশিরসিক্ত মাটিতে ঝরা শিউলি ফুল আর ঘাসের ডগার শিশিরবিন্দু ঝিকমিকিয়ে উঠছে সকালের সোনা রোদের পরশে।
বগুড়া মহাস্থান এলাকার শফিকুল ফকির জানান, গত কয়েকদিন থেকে হালকা কুয়াশা পড়ছে। সকালে ঠান্ডা অনুভূত হলেও দিন বাড়ার সাথে সাথে ফ্যান ফুল স্পিডে দিয়ে রাখতে হচ্ছে মধ্যরাত পর্যন্ত। এবার মনে হচ্ছে কার্তিক মাসেই শীত পড়বে। শুধু বগুড়াতে না দেশের উত্তরের জেলা দিনাজপুর, নওগাঁ, কুড়িগ্রামে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে কয়েকদিন থেকে দিনের তাপমাত্রা কমেছে আর রাতে শীত অনুভূত হচ্ছে।
ভোরে ও রাতে কুয়াশা পড়ছে। তবে ঘন কুয়াশা ও পুরোপুরি শীত আসতে কার্তিক মাস পার করতে হবে।এদিকে শীতকাল এমন একটা মাস যে মাসের জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে হয়। ঘরে বাইরে সব জায়গাতে লাগে পরিবর্তনের ছোঁয়া।
আরও পড়ুনএজন্য প্রস্তুতিরও শেষ নেই। আর এই প্রস্তুতির অংশ হিসেবে মার্কেট গুলোতে গরমের পোশাক কমিয়ে শীতের পোশাকের যোগান বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। বগুড়া ও আশেপাশের বাড়ি ও রাস্তার পাশের খেঁজুর গাছের রস সংগ্রহের জন্য গাছিরা গাছ পরিস্কার শুরু করছেন। শহরের বিভিন্ন রাস্তার পাশের ভ্রাম্যমাণ মৌসুমী পিঠা পুলি বিক্রেতারা বসতে শুরু করেছে। রেল লাইনের পাশের ধনুকরদের ব্যস্ততা বেড়েছে। হাটবাজার ও শহরের বাজারে শীতের সবজি উঠতে শুরু করেছে। তবে দাম এখনও বেশ চড়া।
আবহাওয়া অফিস সুত্র জানান, মন্থার প্রভাবে বগুড়া, রাজশাহী, রংপুরসহ দেশের বেশিরভাগ স্থানে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এসময় দিনএবং রাতের তাপমাত্রা কমে ঠান্ডা বাতাস বইতে পারে। এই মাসজুড়েই আকাশ থাকবে মেঘলা আবার কখনও দিনের কড়া রোদে পুড়বে প্রকৃতি। তবে শীত পড়বে অগ্রহায়ন মাসে। আজ বুধবার (২৯ অক্টোবর) বগুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রী এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রী সেলসিয়াস।
মন্তব্য করুন








