মহাস্থান স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনের বিরোধকে কেন্দ্র করে ২ জনকে মারপিট
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে বিরোধকে কেন্দ্র করে স্কুল কমিটির সদস্য প্রার্থীসহ ব্যবসায়ীকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার মহাস্থান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ভোট আগামি ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে ম্যানেজিং কমিটির সদস্য পদপ্রার্থী ও মহাস্থান পূর্বপাড়া গ্রামের ব্যবসায়ী শফিকুল ইসলামের সঙ্গে একই গ্রামের কয়েকজনের সাথে বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শফিকুল ইসলাম ও আজিজুলকে লাঠিসোটা দিয়ে বেধড়কভাবে মারপিট করে আহত করা হয়। আহতদের মধ্যে শফিকুল ইসলামের মাথায় ছোঁড়া দিয়ে আঘাত করা হয়।
আরও পড়ুনপরে আহতদের শিবগঞ্জ হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। কিন্তু সেখানে তার অবস্থার উন্নতি না হলে তাকে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন









