নির্বাচন ঠেকাতে গভীর ষড়যন্ত্র চলছে: সালাম পিন্টু
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেছেন, দেশে নির্বাচন যাতে না হয় সেজন্য গভীর ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র করা হচ্ছে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য। আজকে বিভিন্ন জায়গায় আগুন দিয়ে নৈরাজ্য সৃষ্টি করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইলে মহিলা দলের সমাবেশে এ কথা বলেন।
সালাম পিন্টু বলেন, দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফায় ফ্যামেলি কার্ডের বিষয়টি উল্লেখ রয়েছে। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি ঘরে ঘরে ফ্যামেলি কার্ড দেওয়া হবে। আর এ কার্ডটি হবে মায়েদের নামে। যাতে করে তারা সংসারের হাল ধরতে পারেন। সংসারে স্বচ্ছলতা আনতে পারেন। এছাড়া প্রত্যেকটি পরিবারে একটি করে স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। যে কার্ডের মাধ্যমে বিনামূল্যে মিলবে স্বাস্থ্য সেবা।
বিএনপির কেন্দ্রীয় এ নেতা বলেন, দীর্ঘদিন ধরে নদী পাড়ের মানুষ ভাঙনের শিকার হচ্ছে। তারা গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। যাতে করে মানুষ নির্বিঘ্নে বসবাস করতে পারে। ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
আরও পড়ুনউপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিলকিস সালাম। বিশেষ বক্তা ছিলেন সাফওয়াত বিনতে সালাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, সহ-সভাপতি ফজলুল হক ভূঁইয়া, নিকরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মন্ডলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন








