আবার টস হেরেছেন লিটন, করতে হবে ফিল্ডিং
স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস হেরেছেন লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ নিজেরা আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজ খেলবে প্রথম ম্যাচ জয়ী দলকে নিয়েই। বাংলাদেশ দলে পরিবর্তন হয়েছে একটি। নুরুল হাসান সোহানের জায়গায় দলে ফিরেছেন জাকের আলি অনিক।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, জাকের আলি, শামিম হোসেন, তাওহীদ হৃদয়, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ
আরও পড়ুনউইন্ডিজ একাদশ
শেই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খারি পিয়েরে, রভমান পাওয়েল, শারফেন রাদারফোর্ড, জেডন সিলস, রোমারিও শেফার্ড
মন্তব্য করুন


.jpg_medium_1761752902.jpg)



_medium_1761746067.jpg)



