ঢাকায় হচ্ছে না বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ
স্পোর্টস ডেস্কঃ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আগামী ১৮ নভেম্বর ঢাকায় আসবে ভারত। বসুন্ধরা কিংস অ্যারেনায় একই দিন মিয়ানমারের বিপক্ষে এই প্রতিযোগিতায় নিজেদের হোম ম্যাচ খেলার কথা ছিল আফগানিস্তানের। তবে শেষ খবর মিয়ানমার বাংলাদেশে আসতে রাজি নয়।
মূলত ১৮ নভেম্বর ঢাকায় ম্যাচ থাকার কারণেই ১৩ নভেম্বর বাংলাদেশের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল আফগানিস্তান। তবে মিয়ানমার না আসায় প্রীতি ম্যাচটি খেলবে না বলে জানিয়ে দিয়েছে আফগানিস্তান।
আফগানিস্তান না আসলেও বসে নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৩ নভেম্বর ঢাকায় নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য এবং কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস আজ বৃধবার ( ২৯ অক্টোবর) সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমাদেরকে তারা (আফগানিস্তান) জানিয়েছে যে বাংলাদেশে খেলতে আসবে না। কারণ হিসেবে বলেছে মিয়ানমার এখানে আসতে চাচ্ছে না। তবে প্রীতি ম্যাচ খেলতে নেপাল আসছে, এটা ফাইনাল।’
আরও পড়ুনএর আগে গত ৬ সেপ্টেম্বর নেপালের দশরথ স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ। সে ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ৯ তারিখ পরের ম্যাচ হওয়ার কথা ছিল, রাজনৈতিক অস্থিরতায় শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি সেই ম্যাচ।
আর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের খেলায় ভারতের বিপক্ষে এটি হবে ফিরতি লেগের ম্যাচ। ২৫ মার্চ প্রথম লেগে দেশটির শিলংয়ে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। ওই ম্যাচেই অভিষেক হয় হামজা চৌধুরীর।
বাছাইয়ে বাংলাদেশ খেলেছে ৪ ম্যাচ। দুটিতে হার এবং দুটিতে ড্রয়ের সুবাদে কেবল দুই পয়েন্ট বাংলাদেশের ঝুলিতে। তাতে বাছাই থেকে বিদায় নিশ্চিত হাভিয়ের কাবরেরার দলের। শীর্ষে থাকা হংকংয়ের পয়েন্ট ৮।
মন্তব্য করুন


.jpg_medium_1761752902.jpg)


_medium_1761746067.jpg)




