এক ম্যাচ থাকতেই সিরিজ হার বাংলাদেশের
স্পোর্টস ডেস্কঃ চার চারটা ক্যাচ মিস করেছে ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররা। কিন্তু সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। তাতে ওপেনার তানজিদ হাসান তামিম ফিফটি হাঁকালেও ক্যারিবিয়ানদের দেয়া ১৫০ রানের লক্ষ্যে পৌঁছাতে পারেনি স্বাগতিক বাংলাদেশ। ১৪ রানে হেরে এক ম্যাচ থাকতে সিরিজও হেরেছে।
বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানের বেশি করতে পারেনি লিটন দাসের দল।
আরও পড়ুনমন্তব্য করুন

.jpg_medium_1761752902.jpg)



_medium_1761746067.jpg)




