ভিডিও বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

উত্তরের দরজায় কড়া নাড়ছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ২০ এর কম

উত্তরের দরজায় কড়া নাড়ছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ২০ এর কম। ছবি : দৈনিক করতোয়া

সামসউদ্দীন চৌধুরী কালাম, পঞ্চগড় : শেষ হচ্ছে শরতের দিন। আর মাত্র দু’দিন পরই প্রকৃতিতে আসবে হেমন্তকাল। শীতকাল আসতে আরও মাস দুয়েক বাকি। কিন্তু এরই মধ্যে উত্তরের দরজায় কড়া নাড়তে শুরু করেছে শীত। কমতে শুরু করেছে সর্বনিম্ন তাপমাত্রাও। এরই মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার। সকাল ও রাতে হালকা ঠান্ডা হাওয়া বইছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশার চাদরে ঢেকে থাকছে। আর রাতে বন্ধ রাখতে হচ্ছে ফ্যানের সুইচ। আবহাওয়াবিদরা বলছেন, এখন যতই দিন যাবে ততই শীত বেশি অনুভূত হতে থাকবে।

গত কয়েকদিন আগে বিদায় নিয়েছে মৌসুমি জলবায়ু। বিদায় বেলায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হয়েছে। প্রতি বছর আশ্বিন মাসের শেষের দিকে পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতে ঝড়-বৃষ্টি হয়ে থাকে। স্থানীয়ভাবে এটাকে বলা হয় ‘আশিন সাঁতাও’।

এই আশিন সাঁতাও এর পর থেকেই মূলত এই অঞ্চলে শীত অনুভূত হতে থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি। থেমে থেমে বৃষ্টি হয়েছে কয়েকদিন, বয়ে গেছে হালকা ঝড়ও। এরপর থেকে গত কয়েকদিন ধরেই এই অঞ্চলে সন্ধ্যার পর থেকেই কুয়াশা শুরু হচ্ছে। রাত ও সকালে বইতে শুরু করেছে শীতল হাওয়া।

আরও পড়ুন

তবে এখনো তা রয়েছে হালকামানের, যা ধীরে ধীরে মাঝারি দিকে ধাবিত হচ্ছে। এরই মধ্যে হেমন্তের আবহাওয়া বিরাজ করছে প্রকৃতিতে। মাঠে মাঠে পাকতে শুরু করেছে আগাম জাতের আমন ধান। ইতোমধ্যে কিছু অঞ্চলে ধান কাটাও শুরু হয়েছে। ধান কেটে নেয়ার পর সেই জমি চাষ করে শীতকালীন শাকসবজি আবাদে প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা।

জেলা সদরের ব্যারিস্টার বাজার এলাকার মাদ্রাসা শিক্ষক ও ইমাম শাহিনুর রহমান জানান, ভোরে ফজরের নামাজের আগে যখন বের হই তখন দেখা যায় বেশ কুয়াশা। শীতও অনুভূত হয় সে সময়। তবে তীব্র শীত না হওয়ায় সকালের কুয়াশা ও শীত বেশ উপভোগ করার মতো।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, মঙ্গলবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে হয়েছে তেঁতুলিয়ায়। এসময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গত কয়েকদিন ধরে রাতের তাপমাত্রা ক্রমশ কমে আসছে, যা শীতের আগাম বার্তা দিচ্ছে। আগামী দিনগুলোতে ক্রমান্বয়ে সর্বনিম্ন তাপমাত্রা কমতে থাকবে এবং পুরো শীত অনুভূত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ইলিশ সংরক্ষণে সারিয়াকান্দির যমুনা নদীতে অভিযানে, ১০ হাজার মিটার জাল জব্দ

নওগাঁর বদলগাছীতে প্রধান শিক্ষককে অপহরণ করে অবৈধ নিয়োগপত্রে সই নেয়ার অভিযোগ

বগুড়ার শিবগঞ্জে আমন ধান ক্ষেতে মাজরা ও কারেন্ট পোকার আক্রমণ

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

দিনাজপুরে অটোচালককে কুপিয়ে অটো ছিনতাইয়ের চেষ্টা ২ ছিনতাইকারী আটক

কুড়িগ্রামে নৌকা দুর্ঘটনায় একজন নিহত