প্রথমবারের মতো ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষে রোহিত শর্মা
স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নেওয়া এবং নেতৃত্ব ছাড়ার পরও ওয়ানডেতে রোহিত শর্মার ঝলক দেখাচ্ছে তাঁর অভিজ্ঞতা। ৩৮ বছর বয়সী এই প্রাক্তন অধিনায়ক দীর্ঘ ১৮ বছরের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রোহিত বুড়ো বয়সেও দুর্দান্ত ব্যাটিং করেছেন। শেষ ম্যাচে হার না মানা ১২১ রানের ইনিংস খেলেন এবং আগের ম্যাচে করেছিলেন ৭৩ রান। এই দুই ইনিংসে তিন ধাপ এগিয়ে তিনি শীর্ষে পৌঁছান। আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান ও ভারতের বর্তমান অধিনায়ক শুভমন গিলতে পেছনে ফেলেছেন রোহিত। সিরিজের আগে গিল ছিলেন র্যাংকিংয়ে শীর্ষে।
ইব্রাহিম জাদরান দ্বিতীয় স্থানে অবস্থান বজায় রেখেছেন। শুভমন গিল দুই ধাপ নেমে এখন তৃতীয় স্থানে, আর পাকিস্তানের বাবর আজম আগের মতোই চতুর্থ স্থানে রয়েছেন।
আরও পড়ুনওয়ানডে বোলারদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন আফগানিস্তানের রশিদ খান, দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ এবং তৃতীয় স্থানে শ্রীলঙ্কার মাহিশ থিকশানা।
অলরাউন্ডারদের তালিকায় প্রথম স্থান দখল করেছেন আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাই, দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ের সিকান্দার রাজা এবং তৃতীয় স্থানে রয়েছেন অভিজ্ঞ মোহাম্মদ নবী।
মন্তব্য করুন


.jpg_medium_1761752902.jpg)



_medium_1761746067.jpg)



