ভিডিও সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

ভারতে ভারী বৃষ্টি 

ভূরুঙ্গামারীর কালজানি নদী দিয়ে ভেসে আসছে হাজার হাজার গাছের গুড়ি

ভূরুঙ্গামারীর কালজানি নদী দিয়ে ভেসে আসছে হাজার হাজার গাছের গুড়ি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে পানি বৃদ্ধি পাওয়ায় ভারতের অভ্যন্তর থেকে কালজানি নদী হয়ে ভেসে আসছে হাজার হাজার গাছের গুড়ি। ধারণা করা হচ্ছে, ভারি বৃষ্টিপাতের কারণে ভারতের বন হতে পানির স্রোতে এসব গাছ ভেসে আসছে। কাটা গাছের গুড়ির সাথে শেকড়সহ উপড়ে আসা গাছও পাওয়া যাচ্ছে।

রোববার (৫ অক্টোবর) বিকেল থেকে  বাংলাদেশের অভ্যন্তরে কালজানী নদী থেকে নৌকা ও দড়ি বেঁধে  এসব গাছ নদী থেকে উদ্ধার করছেন নদী তীরবর্তী এলাকার মানুষজন।

বাংলাদেশের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা, শালঝোড় এলাকায় কালজানি নদীর পাড় থেকে এসব তুলছেন স্থানীয়রা। ঘাটিয়াল আবু সাইদ জানান, রোবার  বিকেল ৩ টার দিক থেকে গাছগুলো আসা শুরু হয়েছে। আজ সোমবার ও ভেসে আসছে গাছ। 

স্থানীয় অনেকে জানান, ভেসে আসা বেশির ভাগ গাছ কেটে রাখা। কিছু গাছ শেকড়সহ আসছে। ধারণা করা হচ্ছে, পানির স্রোতে পাহাড় ধ্বসে অথবা নদী ভাঙ্গনে বন থেকে ভেসে আসছে এসব গাছ।

ভারতের সীমান্তঘেষা কয়েকজন ব্যক্তি জানান , ভুটান থেকে “জয়গা” এলাকা হয়ে “হাসিমারা” ফরেস্ট থেকে এসব কাঠ আসতে পারে। তারা বলছেন, কালজানীর উজানে ভারতের হাসিমারা বনাঞ্চল রয়েছে। সেখানে বৃষ্টির পানি প্রবেশ করেছে এবং তীব্র স্রোত দেখা দিয়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য,ভুটান ও ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা দিয়ে কালজানি নদী বাংলাদেশে প্রবেশ করেছে। আশপাশের একাধিক বনাঞ্চল প্লাবিত হয়ে এসব কাঠের গুড়ি ভেসে আসতে পারে।

ওই এলাকার জুবায়ের, রানা ও আব্দুল কুদ্দুস জানান, পানির উপরে খালি গাছ আর গাছ। মাঝে মধ্যে মরা গরুও আসছে। স্থানীয় লোকজন যে , যেভাবে পারছে কাঠ গুলো সংগ্রহ করছে। শিলখুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী বলেন, শুধু গাছে গাছ দেখা যাচ্ছে। লোকজন নৌকা দিয়ে সাতরিয়ে গাছ ধরে আনছে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো আমার মা অপেক্ষা করে,কবে তার কোলে ফিরে যাবো : চঞ্চল চৌধুরী

সিরাজগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ৫ দফা দাবিতে মানববন্ধন

ধর্মপাশায় আদালত প্রাঙ্গণে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

খালেদ মাসুদ বিসিবি পরিচালক নির্বাচিত

ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধকে ৫ বছরের কারাদণ্ড

নাটোরে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার