বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জামায়াতের ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস পালন
করতোয়া ডেস্ক : ঢাকার পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষ্যে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালন করা হয়েছে।
আমাদের প্রতিনিধিরা জানান-
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : উপজেলা জামায়াতের দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিল শেষে সোনাতলা মাদ্রাসা মোড়ে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বগুড়া জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল, উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম, পৌর আমির এড. জাহিদুল হক, সেক্রেটারি মতিয়ার রহমান, জামায়াত নেতা শহিদুল ইসলাম, ডা. নুরুল আমীন সরকার, মাওলানা আব্দুর রহিম, মহিদুল ইসলাম, নুরুল ইসলাম, সাবিরুল ইসলাম, এবিএম গোলাম ফারুক, ডা. শাহ আলম, মোনারুল ইসলাম, ইলিয়াস উদ্দিন, আব্দুল হান্নান, শেখ শাকিল, ডা. ফজলে রাব্বি নাসিম, লাবিবুল হাসান প্রমুখ।
আক্কেলপুর (জয়পুরহাট) : এ উপলক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে আক্কেলপুর কলেজ বাজার ধানাহাটি মাঠে জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির মাওলানা শফিউল হাসান দিপুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি ও জয়পুরহাট-২ আসনের এমপি প্রার্থী এসএম রাশেদুল আলম সবুজ, আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান, সাখাওয়াত হোসেন, মোস্তাফিজুর রহমান, জাকারিয়া হোসেন ও রিপন হোসেন প্রমুখ।
কাহালু (বগুড়া) প্রতিনিধি : ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস পালন উপলক্ষে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে কাহালু উপজেলা জামায়াতের উদ্যোগে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিল শেষে কাহালু পৌর মঞ্চে উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শহিদুর রহমান সবুজের সভাপতিত্বে এক সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনে জামায়াত মনোনিত এমপি প্রার্থী ড. মোস্তফা ফয়সল পারভেজ। আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য কাহালু সদর ইউ’পির সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল মোমেন প্রমুখ।
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: শেরপুরে উপজেলা জামায়াতের আয়োজে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার হামছায়াপুর দলীয় কার্যালয়ে উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির নাজমুল হকের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান।
আরও পড়ুনউপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুল্লাহ আল মুস্তাফিজ নাছিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এড. আব্দুল হালিম। এছাড়া অন্যান্যের মধ্যে সহকারী সেক্রেটারি অধ্যাপক আনিসুর রহমান, শেরপুর পৌর জামায়াতের আমির আব্দুল খালেক প্রমুখ। শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
দিনাজপুর: দিনাজপুর শহর ও সদর উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের মডার্ণ মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান। আরও বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনে জামায়াত মনোনিত প্রার্থী এড. মাইনুল আলম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাড. তোজাম্মেল হক বকুল, জামায়াত নেতা মাওলানা মুজিবুর রহমান, শহর ছাত্রশিবেরের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
তারাগঞ্জ (রংপুর) : আওয়ামী সন্ত্রাসীদের লগি বৈঠার তান্ডব সৃষ্টিকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তারাগঞ্জ উপজেলা জামায়াত। বিকেলে উপজেলা জামায়াতের আয়োজনে একটি বিক্ষাভ মিছিল তারাগঞ্জ বাজার মসজিদ থেকে বের হয়ে জনগুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মিলিত হয়ে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির এস.এম আলমগীর হোসেন, সেক্রেটারি ইয়াকুব আলী, জামায়াতের যুবনেতা কাজী শামসুল হুদা, প্রভাষক আমিনুল ইসলাম প্রমুখ।
মিঠাপুকুর (রংপুর) : ঢাকায় জামায়াত, শিবির কর্মী হত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়কের আন্ডার পাস এলাকায় উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক গোলাম রব্বানী ও সেক্রেটারি জেনারেল মাও এনামুল হকসহ অনান্য নেতৃবৃন্দ।
সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়ায় একই দাবিতে সমাবেশ করেছে সিংড়া উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী। বিকেলে সিংড়া বাসস্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির আ ব ম আমানুল্লাহ’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর সাইদুর রহমান।
আরো বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য আফসার আলী, পৌর জামায়াতে আমির ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মাওলানা সাদরুল উলা, সেক্রেটারি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মো. আব্দুল মন্নাফ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. সেলিম খান, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আল আমিন প্রমুখ।
মন্তব্য করুন









