বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
করতোয়া ডেস্ক : যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করা হয়েছে। আমাদের প্রতিনিধিরা জানান-
কাহালু (বগুড়া) : এদিন বিকেলে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভা করা হয়। র্যালি শেষে কাহালু বাজার রেলওয়ে বটতলায় পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোকন খানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র মো. আব্দুল মান্নান, পৌর বিএনপি’র সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, বীরকেদার ইউপি চেয়ারম্যন ছেলিম উদ্দিন প্রামানিক, মালঞ্চা ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, আব্দুল করিম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, প্রভাষক শাহাবুদ্দিন, মোহাম্মাদ আলী সুমন, আকতার আজম, ইনছান আলী, আবুল কালাম আজাদ তালুকদার, ফাহিম আহম্মেদ সুমন, মুরাদ আহম্মেদ মধু, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
গাবতলী (বগুড়া) : উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে আনন্দ র্যালি, বিনামূল্যে চক্ষু চিকিৎসা এবং ছানি অপারেশনের উদ্বোধন করেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন।
দুপুরে এতিমদের মাঝে খাবার বিতরণ শেষে যুবদলের একটি আনন্দ র্যালি থানার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহীন, যুগ্ম আহবায়ক মোহাব্বত আলী, মিনহাজুল ইসলাম, মশিউর রহমান সুমন, সম্রাট মারুফ, চঞ্চল কুমার দেব, ছাব্বির আহমেদ, সোহেল রানা, আব্দুল গনি, আব্দুল লতিফ প্রমুখ।
সারিয়াকান্দি (বগুড়া) : এদিন দুপুরে এতিমখানার দুঃস্থ শিশুদের মাঝে উন্নত খাবার বিতরণসহ একই দিনে সারিয়াকান্দি ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও একটি মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়। র্যালি শেষে উপজেলা যুবদলের সভাপতি মহিদুল ইসলাম মুন্সির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম রিমন, মাহমুদুল হাসান প্রিন্স, পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি, সহ-সভাপতি লাল মাহমুদ লাল, শাহজাত হোসেন পল্টন, ইকবাল কবির পলাশ, আবু জাফর প্রমুখ।
ধুনট (বগুড়া) : উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে র্যালি শেষে ধুনট কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক রাশেদুজ্জামান উজ্জলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন।
আরও পড়ুনআরও বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সহ-সভাপতি ছানোয়ার হোসেন, বিএনপি নেতা মাহবুবুর রহমান ফিরোজ, মোখফিজুর রহমান বাচ্চু, আকতার আলম সেলিম, মুনজিল হোসেন, আব্দুল কাইয়ুম টগর, শফিকুল ইসলাম, হায়দার আলী হিন্দোল, নূরে আলম জুয়েল, আল আমিন, আবু মুছা, বুলবুল আহম্মেদ মিঠু, মনিবুর রহমান, মাহমুদুল হাসান সুমন, জাহিদুল ইসলাম মধু, ফিরোজ আহম্মেদ প্রমুখ।
আদমদীঘি (বগুড়া) : উপজেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও পোনামাছ অবমুক্ত করা হয়। উপজেলার বিভিন্ন রাস্তা ও সরকারি স্থাপনার সামনে শতাধিক বনজ, ফলদ ও ঔষধি গাছ রোপণ করা হয়। এছাড়া রামশালা খালে দেশি প্রজাতির বিভিন্ন পোনামাছ অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রহিম উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক আকন্দ, সহকারী অধ্যাপক এমদাদুল হক মুকুল, রেজাউল ইসলাম, নাছির উদ্দীন, এত্তাজুল হক, সানজিদা আক্তার, ফিরোজা খাতুন, ফাহমিদা ইয়াসমিন, আফরোজা আক্তার, নাজমুল হুদা, ফারুক হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহীন, সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রিয়ন সরকার, করিম মোল্লা, আবুল কাশেম, আল-আমিন হোসেন চঞ্চল, জুয়েল হোসেন, আব্দুল আওয়াল, আহসান হাবীব প্রমুখ।
সান্তাহার (বগুড়া) : দিনব্যাপি কর্মসূচির মধ্যে সকালে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ করা হয়। বিকেলে পৌর যুবদলের কার্যালয় থেকে র্যালি বের করা হয়। শোভাযাত্রা শেষে যুবদল কার্যালয়ের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়। সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম শাফিন প্রমুখ।
মন্তব্য করুন









