শর্ত সাপেক্ষ জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি- রাজশাহীতে নাহিদ
রাজশাহী প্রতিনিধি : জুলাই সনদ বাস্তবায়ন আদেশে নোট অব ডিসেন্ট বাতিলসহ সংবিধান সংস্কার বিষয়ে ঐক্যমত কমিশনের সুপারিশগুলো লিপিবদ্ধ করলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি বলে জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী নগরীর পর্যটন মোটেলে রাজশাহী বিভাগের মহানগর ও জেলাগুলোতে জাতীয় নাগরিক পার্টির আহবায়ক কমিটির নেতৃত্ব বাছাই কার্যক্রমে অংশ নিয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশে নোট অব ডিসেন্ট বলে কোনো বিষয় থাকবে না, সংবিধান সংস্কার বিষয়ে ঐক্যমত্য কমিশন যে বিষয়ে একমত হয়েছে তা গণভোটে যাবে এবং জনগণ রায় দিবে। এবং সেই বিষয়গুলো সংবিধানে পরিবর্তন হবে কিনা তা নিশ্চিত করতে হবে।
দ্বিতীয়ত আমরা বলেছি, গণভোটের মাধ্যমে অনুমোদিত হবে এবং জুলাই গণঅভ্যুত্থানের বৈধতার জায়গা থেকে এই আদেশটা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। ফলে ঐক্যমত্য কমিশন যে জুলাই সনদ বাস্তবায়নে করবে সেখানে সরকারের পক্ষ থেকে সেই বিষয়গুলো নিশ্চিত করা হলে জুলাই সনদ বাস্তবায়নে স্বাক্ষর করবে এনসিপি।
এনসিপি প্রধান বলেছেন, নির্বাচনের আগে জুলাই গণঅভ্যুত্থানের বিচারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলমান রাখতে হবে। তিনি আরও বলেন, আমরা এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেইনি। যদি সিদ্ধান্ত নিতে হয় অবশ্যই একটি নীতিগত জায়গা থেকে আসবে।
যদি সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায়, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের যে নতুন আকাঙ্খা তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ায়, এই ধরনের কোনো শক্তির সাথে বা যাদের ইতিহাসের অনেক দায়ভার রয়েছে এ রকম কোনো শক্তির সাথে জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনেক বার ভাবতে হবে।
আরও পড়ুনআমরা একটা নতুন রাজনৈতিক শক্তি, জনগণের অনেক প্রত্যাশা আমাদের কাছ থেকে এবং আমরাও নিজেদের স্বতন্ত্র নিয়ে দাঁড়াতে চাই। নাহিদ বলেন, ফ্যাসিবাদী শক্তি, নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র রয়েছে। আওয়ামী লীগ ও বৈদেশিক শক্ত নির্বাচন বাঞ্চালের চেষ্টা চালাবে। আওয়াম লীগকে পূর্নাবাসন করার চেষ্টা করছেন ১৪ দল।
তিনি বলেন, আগের পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার হবে না। ড. ইউনুসের নেতৃত্বে নির্বাচন হতে হবে। শাপলা প্রতীকের বিষয়ে তিনি বলেন, নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রম ব্যহত করতে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হচ্ছে না। শাপলা না দেয়ার বিষয়টি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা। তারা গায়ের জোরে কাজ করছে। রাজনৈতিকভাবে যদি আদায় করতে হয় তাহলে রাজপথের মাধ্যমে আদায় করা হবে।
এর আগে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আওয়ামী লীগ ও ভারতের আধিপত্য বিরোধী রাজনীতিতে জামায়াত ও বিএনপি বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে না। চাঁদাবাজি বন্ধের ক্ষেত্রেও নেতৃত্ব দিতে পারবে না। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে এনসিপি শক্তিশালী দল হিসেবে অংশ নিতে চাই। সংসদে থাকতে চাই।
তিনি জানান, মহানগর ও জেলায় আহবায়ক কমিটি করা হবে। আগামী নির্বাচনে এনসিপি শক্তিশালী দল হিসেবে অংশ নিতে চাই। এসময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ও রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন









