ভিডিও বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

জামায়াত সরকার গঠন করলে সাংবাদিক ভাইদের বিশেষ সহায়তার আওতায় আনা হবে : অধ্যক্ষ শাহাবুদ্দিন

জামায়াত সরকার গঠন করলে সাংবাদিক ভাইদের বিশেষ সহায়তার আওতায় আনা হবে : অধ্যক্ষ শাহাবুদ্দিন। ছবি : দৈনিক করতোয়া

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির বায়তুল মাল বিষয়ক সম্পাদক ও বগুড়া-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, সরকার প্রায় দেশের সকল অসহায় মানুষদের বিভিন্ন ভাতার আওতায় নিয়ে এসেছে।

এর মাধ্যমে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা ভাতা পান, বৃদ্ধরা বয়স্ক ভাতা পান, প্রসূতি নারীরা মাতৃত্বকালীন ভাতাসহ নানা ধরনের ভাতা চালু রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য জাতির বিবেক বলে অভিহিত আমাদের সাংবাদিক ভাইয়েরা কোনও ভাতা পান না।

অথচ তারা দেশের তৃতীয় পার্লামেন্ট। দু একটা গণমাধ্যম সাংবাদিকদের বেতন দিলেও বেশিরভাগ গণমাধ্যম তাদের সংবাদ কর্মীদের বেতন ভাতা দিতে পারেন না। তাই দেশের একটি বিশাল জনগোষ্ঠী আমাদের সাংবাদিক ভাইয়েরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও মানবেতর জীবনযাপন করেন। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর সরকার গঠন করলে সাংবাদিক ভাইদের বিশেষ সহায়তার আওতায় নিয়ে আসা হবে।

আরও পড়ুন

গতকাল সোমবার রাতে সারিয়াকান্দি মডেল প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি সাহাদত জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি কাজী মাওলানা জহুরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, জাফরুল সাদিক, ইমরান হোসেন রুবেল, মাইনুল হাসান মজনু, হারুনুর রশিদ, সুমন কুমার সাহা, রাসেদ মিয়া, তাজুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জামায়াতের ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস পালন

বগুড়ার নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন সোহেলের মানবেতর জীবন

শর্ত সাপেক্ষ জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি- রাজশাহীতে নাহিদ

জামায়াত সরকার গঠন করলে সাংবাদিক ভাইদের বিশেষ সহায়তার আওতায় আনা হবে : অধ্যক্ষ শাহাবুদ্দিন

রংপুরে স্বল্প সময়ে ভালো ফলনের জন্য বিনাধান চাষে আগ্রহ বেড়েছে চাষিদের