গোপালগঞ্জে বাসচাপায় বৃদ্ধ নিহত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাসের চাপায় আলমগীর লস্কর (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের তিন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার ( ২৮ অক্টোবর) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর লস্কর টুঙ্গিপাড়া উপজেলার নিলফা গ্রামের ময়নাল লস্করের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
আরও পড়ুনটুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার জোহরের নামাজ আদায় শেষে রামচন্দ্রপুর বটতলা জামে মসজিদ থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন আলমগীর লস্কর। এ সময় পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।
ওসি আরও জানান, বাসটি চাপা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে উঠে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আলমগীর লস্কর নিহত হন এবং বাসের তিন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন










