ভিডিও বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

হোটেলে খেয়ে বিল না দিয়ে পালানোর চেষ্টা গুজরাটের পাঁচ পর্যটকের

সংগৃহিত,হোটেলে খেয়ে বিল না দিয়ে পালানোর চেষ্টা গুজরাটের পাঁচ পর্যটকের

আন্তর্জাতিক ডেস্ক : হোটেলে খেয়ে বিল না দিয়ে পালানোর চেষ্টা করছিলেন গুজরাটের পাঁচ পর্যটক। কিন্তু কপাল মন্দ! রাস্তার যানজটে আটকে শেষ পর্যন্ত ধরা পড়েন সবাই। সম্প্রতি এই কাণ্ড ঘটেছে ভারতের রাজস্থানে।

জানা যায়, রাজস্তানে বেড়াতে গিয়েছিলেন ওই পাঁচ পর্যটক। তাদের মধ্যে একজন নারীও ছিলেন। তারা সিয়াভা এলাকায় হ্যাপি ডে হোটেলে ঢুকে নানা ধরনের খাবার অর্ডার করেন এবং তৃপ্ত মনে খাবার শেষ করেন।

কিন্তু বিল আসার পর দেখা যায়, তারা ১০ হাজার ৯০০ রুপি পরিশোধ না করেই চুপিসারে বেরিয়ে পড়েছেন।

তাদের পরিকল্পনা ছিল পুরোনো ধাঁচের। ‘ওয়াশরুমে যাচ্ছি’ বলে একে একে সবাই রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান। এরপর তারা গাড়িতে উঠে দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করেন।

আরও পড়ুন

তবে হোটেলের মালিক ও এক ওয়েটার দ্রুত বিষয়টি টের পান এবং তাড়া শুরু করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়িটি রাজস্থান-গুজরাট সীমান্তের দিকে রওয়ানা দিয়েছে।

তবে মাউন্ট আবু থেকে অম্বাজির পথে যানজটে পড়লে হোটেল মালিক পুলিশের সহায়তায় গাড়িটি আটকে দেন। পুলিশ ঘটনাস্থলেই পাঁচজনকে আটক করে।

পরে তারা এক বন্ধুকে ফোন করে অনলাইনে টাকা পাঠিয়ে বিল মেটান বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জামায়াতের ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস পালন

বগুড়ার নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন সোহেলের মানবেতর জীবন

শর্ত সাপেক্ষ জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি- রাজশাহীতে নাহিদ

জামায়াত সরকার গঠন করলে সাংবাদিক ভাইদের বিশেষ সহায়তার আওতায় আনা হবে : অধ্যক্ষ শাহাবুদ্দিন

রংপুরে স্বল্প সময়ে ভালো ফলনের জন্য বিনাধান চাষে আগ্রহ বেড়েছে চাষিদের