ভিডিও বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

দিনাজপুর জেলার ৬টি সংসদীয় আসনে ভোটার বেড়েছে ১ লাখ ৩৭ হাজার

দিনাজপুর জেলার ৬টি সংসদীয় আসনে ভোটার বেড়েছে ১ লাখ ৩৭ হাজার

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরের ৬টি আসনে ভোটার বেড়েছে ১ লাখ ৩৭ হাজার ৬৫২ জন। দিনাজপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানাগেছে। সূত্র মতে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে ভোটার ছিল ২৫ লাখ ৯ হাজার ৩৩১ জন। বর্তমান ভোটার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৬ লাখ ৪৬ হাজার ৯৮৩ জন। জেলার খসড়া ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে এবং নির্বাচনের প্রস্তুতি চলছে।

দিনাজপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন জানান, জেলায় পুরুষ ভোটার ১৩ লাখ ২২ হাজার ৩১০ জন, নারী ভোটার ১৩ লাখ ২৪ হাজার ৬৫১ জন ও হিজরা ভোটার ২২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪১টি। ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে।

জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, জেলার ৬টি আসনের মধ্যে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৭৪৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৩১ জন, নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৯১০ জন এবং হিজরা ভোটার ২ জন। এই আসনে মোট ভোটারের মধ্যে বীরগঞ্জ উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৮৫৩ জন এবং কাহারোল উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৮৯০ জন।

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ২০৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৪ হাজার ১২২ জন এবং নারী ভোটার ১ লাখ ৮২ হাজার ৮৪ জন। এই আসনের বিরল উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৭ হাজার ২৩৫ জন এবং বোচাগঞ্জ উপজেলার ভোটার সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৯৭১ জন।

দিনাজপুর-৩ (সদর) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৮৮৭ জন, নারী ভোটার ২ লাখ ৮ হাজার ১১৫ জন এবং হিজরা ভোটার ২ জন। দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৬ হাজার ৪১ জন।

আরও পড়ুন

এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮ হাজার ৩৮০ জন, নারী ভোটার ২ লাখ ৭ হাজার ৬৫৯ জন এবং হিজরা ভোটার ২ জন। এই আসনের চিরিরবন্দর উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৪০ জন এবং খানসামা উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৫২ হাজার ১ জন।

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭১ হাজার ২২০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৩০ জন, নারী ভোটার ২ লাখ ৩৬ হাজার ১৮৭ জন এবং হিজরা ভোটার ৩ জন। এই আসনের মোট ভোটারের মধ্যে পার্বতীপুর উপজেলার ভোটার সংখ্যা ৩ লাখ ১৪ হাজার ৭১০ জন এবং ফুলবাড়ী উপজেলার ভোটার সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৫১০ জন।

দিনাজপুর-৬ (নবাবগঞ্জ-বিরামপুর-হাকিমপুর-ঘোড়াঘাট) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭০ হাজার ৭৬৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ৬০ জন, নারী ভোটার ২ লাখ ৮৪ হাজার ৬৯৬ জন এবং হিজরা ভোটার সংখ্যা ১৩ জন।

এই আসনের নবাবগঞ্জ উপজেলার ভোটার সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৮৫ জন, বিরামপুর উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৮১৯ জন, হাকিমপুর উপজেলায় ভোটার সংখ্যা ৮২ হাজার ২৬৯ জন এবং ঘোড়াঘাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১০ হাজার ৫৯৬ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জামায়াতের ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস পালন

বগুড়ার নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন সোহেলের মানবেতর জীবন

শর্ত সাপেক্ষ জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি- রাজশাহীতে নাহিদ

জামায়াত সরকার গঠন করলে সাংবাদিক ভাইদের বিশেষ সহায়তার আওতায় আনা হবে : অধ্যক্ষ শাহাবুদ্দিন

রংপুরে স্বল্প সময়ে ভালো ফলনের জন্য বিনাধান চাষে আগ্রহ বেড়েছে চাষিদের