ভিডিও বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

ঢাবিতে ব্রেস্ট ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

ঢাবিতে ব্রেস্ট ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসুর)- উদ্যোগে ব্রেস্ট ক্যান্সার বিষয়ক দিনব্যাপী এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 আজ( ২৮ অক্টোবর ) মঙ্গলবার ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসি মিলনায়তনে  এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  ÔSave The Smile’ স্লোগানকে ধারণ করে বারডেম জেনারেল হাসপাতালের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া, ডাকসু’র জিএস এস এম ফরহাদ, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. মির্জা মাহবুব, বারডেম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ডা. শর্মিষ্ঠা রায়, ডা. মাসুদা জয়া এবং ডা. হাসিনা আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন বারডেম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোর্শেদ উদ্দীন আকন্দ। অনুষ্ঠান সঞ্চালন করেন ডাকসু’র স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ, কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া ও আফসানা আক্তার। এসময় বিপুল সংখ্যক ছাত্রী উপস্থিত ছিলেন।  

আরও পড়ুন

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা সমাজের সর্বত্র স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে বলেন, লজ্জা, ভয় কিংবা সঙ্কোচের কারণে নারীরা অনেকসময় স্বাস্থ্যগত সমস্যা কাউকে জানাতে চান না। এতে স্বাস্থ্য সমস্যা জটিল রূপ ধারণ করে এবং নিরাময় অসম্ভব হয়ে পড়ে। খাদ্যাভাস, নিয়মতান্ত্রিক জীবনযাপন এবং স্বাস্থ্য বিষয়ে সচেতন হলে এ ধরনের স্বাস্থ্য ঝুঁকি এড়ানো সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসা সেবার মানোন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এ লক্ষ্যে একটি পরামর্শক কমিটি গঠন করা হয়েছে। তুরস্কের সহযোগিতায় মেডিকেল সেন্টারের অবকাঠামোগত উন্নয়নের কাজ চলছে। প্রয়োজনীয় সংস্কার শেষে বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা সেবার ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সেমিনারে জানানো হয়, প্রতিবছর বাংলাদেশে প্রায় ৬ হাজার ৮শ জন নারী ব্রেস্ট ক্যান্সারে মারা যান। প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করা গেলে চিকিৎসার মাধ্যমে সেটি নিরাময় করা সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জামায়াতের ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস পালন

বগুড়ার নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন সোহেলের মানবেতর জীবন

শর্ত সাপেক্ষ জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি- রাজশাহীতে নাহিদ

জামায়াত সরকার গঠন করলে সাংবাদিক ভাইদের বিশেষ সহায়তার আওতায় আনা হবে : অধ্যক্ষ শাহাবুদ্দিন

রংপুরে স্বল্প সময়ে ভালো ফলনের জন্য বিনাধান চাষে আগ্রহ বেড়েছে চাষিদের