ভিডিও বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি : বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে  ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়েছে । 

আজ (২৮ অক্টোবর )মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ ৫টি স্থানে এ মানসিক স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়। ‘দুর্যোগ ও সংকটকালে মানসিক স্বাস্থ্য সেবার সহজলভ্যতা’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি যৌথভাবে এই মেলার আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, টিএসসি, ডাকসু, হলপাড়া ও ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের নাসিরুল্লাহ ফাউন্ডেশন কনফারেন্স হলে এই মেলা অনুষ্ঠিত হয়। ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের এম.এস., এম.ফিল. ও পিএইচ.ডি. গবেষকগণ বিভাগীয় শিক্ষকদের তত্ত্বাবধানে মেলায় ফ্রি মেন্টাল হেলথ্ অ্যাসেসমেন্ট ও কাউন্সেলিং সেবা প্রদান করেন।

আরও পড়ুন

মানসিক স্বাস্থ্য মেলায় প্রায় ৫০০ জন মানুষকে মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। মেলায় জানানো হয়, বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবার প্রধান দু’টি বাধা হলো- স্টিগমা ও মানসিক স্বাস্থ্য সেবার অপ্রতুলতা। এটি দূর করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি ১৯৯৭ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের সকল সরকারি হাসপাতালে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগ দেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়।
 
উল্লেখ্য, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আগামীকাল ২৯ অক্টোবর ২০২৫ বিকাল ৩টায় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের নাসিরুল্লাহ ফাউন্ডেশন কনফারেন্স হলে (কলাভবনের ৫০৪০ নং কক্ষ) ‘দুর্যোগ ও সংকটকালে  মানসিক স্বাস্থ্য সেবার সহজলভ্যতা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জামায়াতের ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস পালন

বগুড়ার নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন সোহেলের মানবেতর জীবন

শর্ত সাপেক্ষ জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি- রাজশাহীতে নাহিদ

জামায়াত সরকার গঠন করলে সাংবাদিক ভাইদের বিশেষ সহায়তার আওতায় আনা হবে : অধ্যক্ষ শাহাবুদ্দিন

রংপুরে স্বল্প সময়ে ভালো ফলনের জন্য বিনাধান চাষে আগ্রহ বেড়েছে চাষিদের