ভিডিও বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেতা হাসান মাসুদ

অভিনেতা হাসান মাসুদ

বিনোদন ডেস্কঃ অভিনয়শিল্পী হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি দেখা দিলে তাঁকে ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর ইস্কেমিক স্ট্রোক হয়েছে এবং মাইল্ড হার্ট অ্যাটাকও শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘এ ধরনের রোগীদের ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। এরপর অবস্থার উন্নতি হলে পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হবে।’

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকা হাসান মাসুদ সম্প্রতি আবার আলোচনায় আসেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে মন্তব্য করার পর। এরপর এক সাক্ষাৎকারে তিনি জানান, আর অভিনয়ে ফিরবেন না, বরং একটি চাকরি খুঁজছেন। তাঁর ভাষায়, ‘আমি এখন একটা জব খুঁজছি। সেটা সাংবাদিকতা হতে পারে, প্রশাসনিক কাজও হতে পারে। হারিয়ে যাব একেবারে।’

আরও পড়ুন

হাসান মাসুদ একসময় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ১৯৮৫ সালে যোগ দিয়ে ১৯৯২ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন। এরপর সাংবাদিকতা পেশায় যুক্ত হন এবং বিবিসি বাংলায়ও কাজ করেন।

২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি অভিনয়ে আসেন। এরপর ‘মেড ইন বাংলাদেশ’, ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘খুনসুটি’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’সহ অসংখ্য জনপ্রিয় নাটক ও সিনেমায় অভিনয় করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জামায়াতের ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস পালন

বগুড়ার নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন সোহেলের মানবেতর জীবন

শর্ত সাপেক্ষ জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি- রাজশাহীতে নাহিদ

জামায়াত সরকার গঠন করলে সাংবাদিক ভাইদের বিশেষ সহায়তার আওতায় আনা হবে : অধ্যক্ষ শাহাবুদ্দিন

রংপুরে স্বল্প সময়ে ভালো ফলনের জন্য বিনাধান চাষে আগ্রহ বেড়েছে চাষিদের