ভিডিও মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

রুক্মিণী-ইধিকা কে হচ্ছেন শাকিবের ‘প্রিন্স’ সিনেমার নায়িকা?

রুক্মিণী-ইধিকা কে হচ্ছেন শাকিবের ‘প্রিন্স’ সিনেমার নায়িকা?, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : আগামী ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা ‘প্রিন্স’। ফের রোমান্স আর অ্যাকশন নিয়ে পর্দায় ফিরছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে ‘প্রিন্স’ ছবিতে শাকিবের বিপরীতে নাকি তিন নায়িকাকে দেখা যাবে। তাদের দুজন থাকবে কলকাতার নায়িকা।

সেই সময় ছবির নাম ঠিক হয়েছিল ‘ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। ছবির ঘোষণার সময় পরিচালক মাহমুদ এবং ছবির কার্যনির্বাহী প্রযোজক অরিন্দম দাস (বাবাই) জানিয়েছিলেন, দুর্গাপূজার সময় শুটিংস্থল খুঁজতে কলকাতায় থাকবে ‘প্রিন্স’ টিম। সব ঠিক থাকলে নভেম্বর থেকে শুটিং শুরু হবে। কলকাতা থেকে এক নায়িকাকে তারা শাকিবের বিপরীত পছন্দের তালিকায় রেখেছেন। টালিউডের গুঞ্জন শোনা যাচ্ছে, সেই লক্ষ্যেই সম্ভবত কলকাতায় আছে ছবির টিম। নায়িকার তালিকায় উঠে এসেছে রুক্মিণী মৈত্র আর ইধিকা পালের নাম। যদিও নাকি এদের সঙ্গে প্রযোজনা সংস্থার পাকা কথা হয়নি এখনো। সে ক্ষেত্রে, নায়িকা বদলাতেও পারে। এও শোনা যাচ্ছে, তৃতীয় নায়িকা বাংলাদেশের।

গুঞ্জন শোনা যাচ্ছে, নায়িকা ছাড়াও কলকাতার বেশকিছু অভিনেতা থাকতে পারেন এই ছবিতে। একই ভাবে দেখা যাবে বাংলাদেশের বেশ কিছু অভিনেতাদেরও। ছবির শুটিং হবে কলকাতা, মুম্বই, দক্ষিণ ভারত, বাংলাদেশ মিলিয়ে। ছবির ক্যামেরা, নৃত্যপরিচালক, ফাইট মাস্টার, রূপসজ্জাশিল্পী-এই চার দায়িত্ব পালন করবেন বলিউডের খ্যাতনামীরা। উদাহরণস্বরূপ পরিচালক জানিয়েছেন, তিনি ক্যামেরার দায়িত্ব ছেড়ে দিচ্ছেন ‘অ্যানিম্যাল’-খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়কে। এই ছবির রূপসজ্জাশিল্পী শাকিবকে সাজানোর দায়িত্বে থাকবেন।

আরও পড়ুন

নব্বইয়ের দশকের মাফিয়ারাজ, সেই সময়ের অন্ধকার দুনিয়া ছবিতে উঠে আসবে সিনেমায়। নায়কের নানা বয়স দেখা যাবে সিনেমায়। তার জন্য শাকিবকে নিতে হতে পারে বিভিন্ন রূপের রূপসজ্জা। যেহেতু নায়কের নানা বয়স, তাই ছবিতে তিন নায়িকা। প্রযোজনায় ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জ সদর হাসপাতালে র‌্যাবের অভিযানে ৯ দালালের কারাদণ্ড

রুক্মিণী-ইধিকা কে হচ্ছেন শাকিবের ‘প্রিন্স’ সিনেমার নায়িকা?

গাজায় সেনা পাঠাতে পারে পাকিস্তান

মিয়ামিতেই আসতে পারেন নেইমার!

আগামী ১০ দিনের মধ্যে যুদ্ধবিরতির খসড়া চূড়ান্ত হবে : জেলেনস্কি

নড়াইলে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা