ভিডিও মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

৬০ পর্ব পেরিয়ে আলোচনায় তাদের ‘শাদী মোবারক’

৬০ পর্ব পেরিয়ে আলোচনায় তাদের ‘শাদী মোবারক’

অভি মঈনুদ্দীন ঃ দর্শকপ্রিয় গুনী অভিনেতা, নির্মাতা শামীম জামানের পরিচালনায় মাছরাঙ্গা টিভিতে কিছুদিন আগেই প্রচার শুরু হয়েছে আহমেদ শাহাবুদ্দিন রচিত নতুন ধারাবাহিক নাটক ‘শাদী মোবারক’। এরইমধ্যে নাটকটির ষাট পর্ব প্রচারিত হয়েছে। যদিও বা নাটকটি প্রচারের শুরু থেকেই এই নাটকের শিল্পীদের অনবদ্য অভিনয়ের কারণে দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে। আর এরইমধ্যে ষাট পর্ব প্রচারের পর দেশের অন্যান্য স্যাটেলাইট চ্যানেলে প্রচার চলতি ধারাবাহিকের মধ্যে ‘শাদী মোবারক’ রয়েছে আলোচনার শীর্ষে।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম, শামীম জামান, আখম হাসান, রোবেনা রেজা জুঁই, জয়রাজ, তারিক স্বপন, মিম চৌধুরী’সহ আরো অনেকে। নাটকটি আলোচনায় চলে আসায় নির্মাতা হিসেবে বেশ উচ্ছ্বসিত শামীম জামান।

শামীম জামান বলেন,‘ এই সময়ে এসে ধারাবাহিক নাটক নির্মাণ এবং প্রচার অনেকটাই চ্যালেঞ্জিং। এখনতো বাজেটও বিরাট একটা সমস্যা। তারপরও এই সময়ে এসে শাদী মোবারক ধারাবাহিকটি নিয়মিতভাবে নির্মাণ করে প্রচার করতে পারছি এটাই অনেক বড় বিষয়। এতে যারা অভিনয় করছেন প্রত্যেকেই সর্বোচ্চ সহযোগিতা করছেন। বিশেষত মোশাররফের কথা বলতেই হয়। মোশাররফ আমার খুউব ভালো বন্ধু। তার শতভাগ সহযোগিতা না পেলে শাদী মোবারক নির্মাণে এগিয়ে আসতাম না। এছাড়া অন্য যারা আছেন তারাও প্রত্যেকেই ভীষণ সহযোগিতা করেছেন। আর এই নাটকে আমি একদম ভিন্ন একটি চরিত্রে ভিন্ন গেটআপে অভিনয় করেও দারুণ সাড়া পাচ্ছি। আমার চরিত্রটি দর্শকের দীর্ঘদিন মনে থাকবে।’ মোশাররফ করিম বলেন,‘ শাদী মোবারক একটি পারিবারিক গল্পের নাটক। এই নাটকের চরিত্রগুলোর মধ্যে দ্বান্দিক অবস্থান বর্তমানে আছে যা আমি এই সময়ে বেশ উপভোগ করছি। দর্শকের রি-অ্যাকশানও খুউব ভালো। এতে অভিনয় করেও খুউব ভালোলাগছে।

রোবেনা রেজা জুঁই বলেন,‘ শামীম ভাই ভীষণ যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন। সেই ধারাবাহিকতা এই নাটক নির্মাণেও আছে। তিনি অনেক শ্রম দিতে পারেন বলেই তার নাটকগুলো প্রাণবন্ত হয়ে উঠে।’

আরও পড়ুন

মিম চৌধুরী বলেন,‘ শাদী মোবারক-এরইমধ্যে দর্শকের কাছে সমাদৃত একটি ধারাবাহিক নাটক। সবচেয়ে বড় কথা মোশাররফ ভাই নাটকে থাকলে সেই নাটকের প্রতি দর্শকের আলাদা এক আগ্রহ থাকে। ধন্যবাদ শামীম ভাইকে এই নাটকের সাথে আমাকে সম্পৃক্ত রাখার জন্য।’

উল্লেখ্য, শাদী মোবারক সপ্তাহে পাঁচদিন রাত ৮.৩০ মিনিটে মাছরাঙ্গা টিভিতে প্রচার হচ্ছে। এর আগে শামীম জামান হাটখোলা, তিন তালা তিন চাবি, ঝামেলা আনলিমিটেড, চাটাম ঘর, প্রিয়জন, গোলক ধাঁধা ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে ঘোড়াঘাটের ঐতিহাসিক স্থাপত্য

পাবনার চাটমোহরে বিএনপি’র প্রার্থী মনোনয়নের দাবিতে বিক্ষোভ

আমনের ফলন আশানুরূপ নভেম্বরে খাদ্য সংগ্রহ অভিযান শুরু : খাদ্য উপদেষ্টা

বগুড়ায় ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানকৃত ওয়াকিটকি সেট জব্দ

পাবনা-সুজানগর সড়কে যাত্রী ছাউনি দখল করে চলছে ব্যবসা-বাণিজ্য