ভিডিও মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

আমনের ফলন আশানুরূপ নভেম্বরে খাদ্য সংগ্রহ অভিযান শুরু : খাদ্য উপদেষ্টা

আমনের ফলন আশানুরূপ নভেম্বরে খাদ্য সংগ্রহ অভিযান শুরু : খাদ্য উপদেষ্টা

রাজশাহী প্রতিনিধি : দেশের খাদ্য ভান্ডার হিসেবে রাজশাহী ও রংপুর অঞ্চলকে উল্লেখ করে খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চলতি মৌসুমে আমনের ফলন আশানুরূপ হবে এবং আগামী মধ্য নভেম্বর থেকেই খাদ্য সংগ্রহ অভিযান শুরু হবে।

আজ সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী সার্কিট হাউজে বিভাগের খাদ্যবান্ধব কর্মসূচি ও আসন্ন আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান। খাদ্য উপদেষ্টা বলেন, চাল সংগ্রহে এবার মানের ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। কৃষকের উৎপাদন খরচ ও যৌক্তিক লাভ বিবেচনায় আমন ক্রয়ের মূল্য নির্ধারণ করা হবে। কৃষকের স্বার্থ রক্ষায় সরকার নিয়মিতভাবে কৃষিখাতে ভর্তুকি দিয়ে আসছে।

তিনি আরও বলেন, এই আমন সংগ্রহ অভিযান কীভাবে আরও সফল করা যায়, তা নিয়ে স্থানীয় কর্মকর্তাদের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে সুবিধা ও অসুবিধাগুলো চিহ্নিত করা হয়েছে।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, বর্তমান সরকার খাদ্যশস্যের মূল্য স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে। সরকারের খাদ্য মজুদ পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অন্তর্র্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বে আছে। এসময় পর্যন্ত প্রয়োজনীয় খাদ্য মজুদ আগের যেকোনো সময়ের তুলনায় বেশি থাকবে। প্রয়োজনে কিছু চাল আমদানি করা হতে পারে, তবে তা ৪ লাখ মেট্রিক টনের বেশি হবে না।

আরও পড়ুন

মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার, আট জেলার জেলা প্রশাসক, আঞ্চলিক ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা, বাস্তবায়ন প্রক্রিয়া ও খাদ্যবান্ধব কর্মসূচির সুষ্ঠু পরিচালনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় প্রধান অতিথির খাদ্য উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং মাঠ পর্যায়ে কৃষকবান্ধব পদক্ষেপ নিশ্চিত করার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে ঘোড়াঘাটের ঐতিহাসিক স্থাপত্য

পাবনার চাটমোহরে বিএনপি’র প্রার্থী মনোনয়নের দাবিতে বিক্ষোভ

আমনের ফলন আশানুরূপ নভেম্বরে খাদ্য সংগ্রহ অভিযান শুরু : খাদ্য উপদেষ্টা

বগুড়ায় ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানকৃত ওয়াকিটকি সেট জব্দ

পাবনা-সুজানগর সড়কে যাত্রী ছাউনি দখল করে চলছে ব্যবসা-বাণিজ্য