ভিডিও মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

দিনাজপুরে একটি ড্রেন সংস্কারকে কেন্দ্র করে রেলওয়ে বিভাগ ও এলজিইডি মুখোমুখি অবস্থানে

দিনাজপুরে একটি ড্রেন সংস্কারকে কেন্দ্র করে রেলওয়ে বিভাগ ও এলজিইডি মুখোমুখি অবস্থানে। ছবি : দৈনিক করতোয়া

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরে একটি ড্রেন সংস্কারকে কেন্দ্র করে দিনাজপুর রেলওয়ে বিভাগ ও এলজিইডি মুখোমুখি অবস্থান নিয়েছে। রেলওয়ে প্রকৌশলী বিভাগ ত্রিমুখী রাস্তা হতে রেলওয়ে স্টেশনে প্রবেশের প্রধান পথ ড্রেনের সংস্কার কাজ জোরপূর্বক হঠাৎ বন্ধ করে দেয়ায় সাধারণ মানুষ ও রেল যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্টেশন গেটের মুখ থেকে লিলির মোড় পর্যন্ত ২৯৫ মিটার রাস্তা সংস্কার করা হচ্ছে। শহরের পানি নিষ্কাশনের জন্য ড্রেনগুলো করা হচ্ছে বিশাল আকারে এবং ড্রেনগুলো সংযোগ দেয়া হচ্ছে রেলওয়ে ড্রেনের  সাথে। এখানেই বাধা দিচ্ছেন রেলওয়ে বিভাগ। ফলে তিনটি রাস্তার সাধারণ যাত্রীরা রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে পারছে না। যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে।

এ ব্যাপারে দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম সোহেল বলেন, রেলওয়ের জমির ওপর দিয়ে পৌরসভার ড্রেন যে নির্মাণ করা হয়েছে অনেক পূর্বেই। তবে রাস্তা ও ড্রেনের সংস্কার নির্মাণ কাজ করছেন এলজিইডি। বিষয়টি এখন তাদের।

আরও পড়ুন

এদিকে রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী শিপন আলী এ প্রতিনিধিকে মুঠোফোনে  জানান, পৌরসভা অনিয়মভাবে এবং রেলওয়ে প্রকৌশল বিভাগের কাছে কোন অনুমতি না নিয়েই রেল বিভাগের ড্রেন ভেঙে ফেলেছে। অতিরিক্ত পানি প্রবাহ বৃদ্ধি পেলে (ওভার ফলো হলে) রেলওয়ে স্টেশন ডুবে গিয়ে যাত্রীদের চরম দুর্ভোগ হবে। এ দায়িত্ব কে নেবে।

তিনি পশ্চিম জন রেলওয়ে প্রধান কার্যালয়ের প্রধান প্রকৌশলীর কাছে আবেদন করার পরামর্শ দেন। কিন্তু ইতোমধ্যেই হাজারও রেল যাত্রী ও পথচারী দুর্ভোগে পড়ে ত্রিমুখী রাস্তা বন্ধ হয়ে গেছে। এ ব্যাপারে দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কাছে বারবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে ঘোড়াঘাটের ঐতিহাসিক স্থাপত্য

পাবনার চাটমোহরে বিএনপি’র প্রার্থী মনোনয়নের দাবিতে বিক্ষোভ

আমনের ফলন আশানুরূপ নভেম্বরে খাদ্য সংগ্রহ অভিযান শুরু : খাদ্য উপদেষ্টা

বগুড়ায় ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানকৃত ওয়াকিটকি সেট জব্দ

পাবনা-সুজানগর সড়কে যাত্রী ছাউনি দখল করে চলছে ব্যবসা-বাণিজ্য