পাবনার চাটমোহরে বিএনপি’র প্রার্থী মনোনয়নের দাবিতে বিক্ষোভ
চাটমোহর (পাবনা) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৩ আসনে বিএনপি’র দলীয় মনোনয়নে চাটমোহর থেকে প্রার্থীর দাবিতে বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা’র সমর্থনে বিক্ষোভ মিছিলটি চাটমোহর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জারদিস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পথসভা।
চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজির সরকার, গুনাইগাছা ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান গোলাম মওলা, মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইয়াসিন আলী, চাটমোহর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুত্তালিব, বিএনপি নেতা পালন সরকার, চাটমোহর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক মাসুম আকাশ প্রমুখ।
আরও পড়ুনমন্তব্য করুন










