হবিগঞ্জ সদর হাসপাতালে র্যাবের অভিযানে ৯ দালালের কারাদণ্ড
হবিগঞ্জ সদর হাসপাতালে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) অভিযান পরিচালনা করেছে। এ সময় সদর হাসপাতাল থেকে ৯ দালালকে আটক করে র্যাব।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে র্যাব-৯ শায়েস্তাগঞ্জের কোম্পানি কমান্ডার শাহ আলমের নেতৃত্বে এ অভিযান করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন মিয়া ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কারাদণ্ড প্রাপ্তরা হচ্ছেন, বানিয়াচং এলাকার প্রশন্ন দাসের ছেলে অসিত দাস, পৈল এলাকার আরজ আলীর ছেলে রমিজ আলী, অনন্তপুর আইদর শাহের ছেলে মো. কামাল শাহ, আনন্দপুর এলাকার আকল আলীর ছেলে আসাদুজ্জামান রিপন, সুনামগঞ্জ জেলার হরুফ মিয়ার ছেলে কাওছার মিয়া, বানিয়াচং এলাকার মজর আলীর ছেলে বিলু মিয়া, চুনারুঘাট উপজেলার বেলাল মিয়ার ছেলে আব্দুল খালেক মিয়া, আজমিরিগঞ্জ উপজেলার নিকুঞ্জ ঘোষের ছেলে মিতু ঘোষ তেঘরিয়া এলাকার নিখিল রায়ের ছেলে সৌরভ রায়।
এ বিষয়ে কোম্পানি কমান্ডার শাহ আলম জানান- গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ শায়েস্তাগঞ্জের একটি দল সকালে সদর হাসপাতালে অভিযান করে। এ সময় নয়জন দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
মন্তব্য করুন

_medium_1761649546.jpg)





