পদ্মার চরে বন্দুকযুদ্ধে নিহত ৩, গুলিবিদ্ধ ২
লালপুর (নাটোর) প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরে জমি দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এবং দুইজন আহত হয়েছেন। গতকাল সোমবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী নাটোরের লালপুর, রাজশাহীর বাঘা ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী হবিরচরের বাঘা অংশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন-বাঘার চাঁনপুর গ্রামের মিনহাজ মণ্ডলের ছেলে আমান (৩০) ও শুকুর আলীর ছেলে নাজমুল ইসলাম (৩২) ও এখনো একজনের পরিচয় জানা যায়নি। গুলিবিদ্ধরা হলেন-চাঁনপুর গ্রামের মুন্তাজ মণ্ডল (৩৮) ও রাকিব হোসেন (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, পদ্মার চরাঞ্চলে হবিরচর এলাকায় খড়ের ক্ষেত দখল নিয়ে দীর্ঘদিন ধরে কাকন গ্রুপ ও রবি-মমতাজ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার বিকেলে এ বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে কাকন গ্রুপের লোকজন আগ্নেয়াস্ত্র ব্যবহার করে রবি-মমতাজ গ্রুপের লোকজনের ওপর গুলি চালান। এতে রবি-মমতাজ গ্রুপের অন্তত চারজন গুলিবিদ্ধ হন। পরে তাদের অনুসারীরা গুলিবিদ্ধদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে আমান ও নাজমুলের পথেই মৃত্যু হয়। বাকি দুইজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রাইটার চরের পশ্চিমে নাটোরের লালপুর, কুষ্টিয়ার দৌলতপুর ও রাজশাহীর বাঘা তিন উপজেলার সীমান্তবর্তী এলাকায় দুই গ্রুপের গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। এবিষয়ে আরো তথ্য সংগ্রহ চলমান রয়েছে।
আরও পড়ুনবাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল জানান, হাসপাতাল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানোর আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। এঘটনায় এখনো মামলা দায়ের হয়নি।
মন্তব্য করুন









