চট্টগ্রামে মালবাহী ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ, নিহত ১
মফস্বল ডেস্ক: চট্টগ্রামের সাগরিকা রেল গেইট এলাকায় মালবাহী ট্রেনের সাথে চাল বোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টা নাগাদ হওয়া এঘটনায় একজন নিহত হয়েছেন।
এ বিষয়ে দায়িত্বরত গেইটকিপার সাংবাদিককে জানান, নিয়ম অনুযায়ী সিগন্যাল দেওয়া হলেও দ্রুত গতিতে আসা ট্রাক সিগন্যাল মানেনি। পরে সজোরে ট্রেনটিকে ধাক্কা দেয়। তবে স্থানীয়রা দুর্ঘটনার জন্য গেইট কিপারের গাফিলতিকে দায়ী করছেন।
আরও পড়ুনচট্টগ্রাম গুডস পোর্ট থেকে ভোর ৪টা ১০ মিনিটে কমলাপুর আইসিডির উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাচ্ছিলো। ট্রেনটিতে ৩১ টি মালবাহী বগি ছিল, দুর্ঘটনায় এর মধ্যে একটি বগি এবং ইঞ্জিন উল্টো যায়। এঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
মন্তব্য করুন










