ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল হাসপাতালে দুদকের অভিযান নিম্নমানের খাবার ও নানা অসঙ্গতি
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে অভিযান চালিয়েছে দুদক। গত রোববার বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে দুদক ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল অভিযান চালায়। এসময় হাসপাতালের প্রতিটি ওয়ার্ড, ল্যাব, খাবার সরবরাহ ব্যবস্থাসহ সবকিছু ঘুরে দেখে বেরিয়ে আসে একের পর এক অসঙ্গতি ও অব্যবস্থাপনার চিত্র।
রোগীরা অভিযোগ করেন, নিয়মিত ওষুধের সরবরাহ নেই, অনিয়মিত চিকিৎসা সেবা আর জরুরি বিভাগে সেবার চেয়ে যেন হয়রানিই বেশি। খাবারে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগও জানান তারা। এছাড়াও জানা যায়, হাসপাতালের ল্যাব টেকনিশিয়ানরাই মূলত বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর দালাল। রোগীদের হাসপাতালের ল্যাবে না এনে বাইরে পরীক্ষার পরামর্শ দেন তারা। অথচ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের নিজস্ব ল্যাবেই রয়েছে প্রায় সব পরীক্ষার সুযোগ।
অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন বলেন, কমিশনের অনুমোদনক্রমে এই অভিযান চালানো হয়েছে। রোগীদের নিম্নমানের খাবার, নোংরা পরিবেশ, চিকিৎসকদের দায়িত্বহীনতা ও বাইরের ডায়াগনস্টিক বাণিজ্য সবকিছুই নজরে এসেছে। হাসপাতাল কর্তৃপক্ষকে জড়িতদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনএ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী সাংবাদিকদের প্রশ্নে বলেন, স্টাফরা কথা শোনে না। ম্যানেজমেন্টে সমস্যা আছে, আমরা ব্যবস্থা নিচ্ছি।
মন্তব্য করুন

_medium_1761651069.jpg)
_medium_1761650864.jpg)
_medium_1761650054.jpg)
_medium_1761649546.jpg)





