বরিশালে বিআরটিসির চলন্ত বাসে আগুন
বরিশালের উজিরপুরে একটি চলন্ত বিআরটিসি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লাগে। তবে দ্রুত যাত্রীদের নামিয়ে নেওয়ায় বড় কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ইসলাদি টোল প্লাজার কাছে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে মহাসড়কের দুই দিকে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়।ফায়ার সার্ভিসের কর্মীরা ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলে স্বাভাবিক হয় যান চলাচল।
গৌরনদী মহাসড়ক থানার ওসি আমিনুর রহমান জানান, বরিশাল শহরের নথুল্লাবাদ থেকে ছেড়ে আসা খুলনাগামী বিআরটিসি বাসটি টোল প্লাজার কাছাকাছি পৌঁছালে হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। ‘বেপরোয়া গতিতে বাস চালানোর কারণেও এ দুর্ঘটনা ঘটতে পারে’ বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।
আরও পড়ুনওসি বলেন, ‘বাসের ভেতর থাকা ২০-২৫ যাত্রী দ্রুত নেমে পড়ায় কেউ হতাহত হয়নি। তবে বাসটি এবং যাত্রীদের কিছু মালামাল পুড়ে গেছে।’
বিআরটিসির বরিশাল বাস ডিপোর সহকারী পরিযান কর্মকর্তা মশিউর রহমান জানান, খুলনাগামী বাসটি বিআরটিসির নরসিংদী ডিপোর। বাসটি নথুল্লাবাদ থেকে গোপালগঞ্জ হয়ে খুলনা যাওয়ার কথা ছিল। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি বলে জানান ওই কর্মকর্তা।
মন্তব্য করুন

_medium_1761650864.jpg)
_medium_1761650054.jpg)
_medium_1761649546.jpg)



_medium_1761651069.jpg)


