ভিডিও মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

ফুটবলে প্রথম নারী ম্যাচ কমিশনার সুবহা রহমান

ফুটবলে প্রথম নারী ম্যাচ কমিশনার সুবহা রহমান

স্পোর্টস ডেস্কঃ  ছোটবেলায় বাস্কেটবল খেলতেন, এখন বাংলাদেশের ফুটবলের প্রশাসনিক দুনিয়ায় এক নতুন ইতিহাস গড়েছেন সুবহা রহমান। দক্ষিণ এশিয়ায় প্রথমবার নারী ম্যাচ কমিশনার হিসেবে নাম লেখালেন তিনি।

সুবহা রহমান প্রথমে ফুটবলের প্রশাসনিক কাজে যোগ দিয়েছিলেন। তার দক্ষতা, আগ্রহ এবং নিষ্ঠা তাঁকে বাংলাদেশে এই পদে পৌঁছে দিয়েছে। সাবেক ফিফা রেফারি আজাদ রহমান বলেন, “বাংলাদেশের কোনো নারী আগে ম্যাচ কমিশনার হননি। সুবহা রহমান স্মার্ট এবং দক্ষ, এটি সত্যিই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।” 

আগস্টে মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসির কার্যালয়ে পরীক্ষা দিয়ে সুবহা সফল হন। দীর্ঘ প্রতীক্ষার পর ম্যাচ কমিশনার হওয়ার পরীক্ষা পাসের খবর আসে, যা বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে প্রথম। ৩০ বছর বয়স পূর্ণ হওয়া সুবহা প্রথমবারই আবেদন করেছিলেন—এবং প্রথমবারেই সফল হয়েছেন। সুবহা বর্তমানে ঢাকায় সাফের অফিসে কাজ করছেন, যেখানে তিনি হেড অব হিউম্যান রিসোর্স, প্ল্যানিং এবং ম্যানেজার কম্পিটিশন হিসেবে দায়িত্ব পালন করছেন। সাফের বিভিন্ন বিভাগে প্রায় চার বছরের অভিজ্ঞতা তার এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার বাবা মশিউর রহমান ও মা জিন্নাত রহমান—তাদের তিন কন্যার মধ্যে সুবহা বড়। ইংল্যান্ডে মাস্টার্স শেষ করার পর ৫ বছর আগে তিনি সাফে যোগ দিয়েছিলেন।

আরও পড়ুন

অভিজ্ঞতা ভাগ করে সুবহা বলেন, “ফুটবলে আমার কাজ নিয়ে অনেক প্রশ্ন শুনতে হয়েছে। মেয়েরা কী করতে পারে, তা বোঝাতে হয়েছে। এখন আমি বিশ্বাসই করতে পারছি না, আমি দেশের প্রথম নারী ম্যাচ কমিশনার।” বাংলাদেশের নারী ফুটবল দীর্ঘ পথে এগিয়েছে। নারী রেফারিরা ফিফা ব্যাজ পেয়েছেন। এবার বড় অর্জন—নারী ম্যাচ কমিশনারের পদে সুবহা রহমান পথ দেখালেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু

ফুটবলে প্রথম নারী ম্যাচ কমিশনার সুবহা রহমান

গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হোক

বরিশালে বিআরটিসির চলন্ত বাসে আগুন

আসিফ নজরুলের সঙ্গে সালাহউদ্দিন আহমদের বৈঠক

কক্সবাজার উখিয়া সীমান্তে ৪ লাখ ইয়াবা উদ্ধার