ভিডিও রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

কিংবদন্তী অভিনেত্রী জুন লকহার্ট আর নেই

অভিনেত্রী জুন লকহার্ট

‘লস্ট ইন স্পেস’, ল্যাসি’ও মতো জনপ্রিয় সিরিজের জনপ্রিয় মুখ, কিংবদন্তি অভিনেত্রী জুন লকহার্ট আর নেই। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। তার বয়স হয়েছিল ১০০ বছর।

শনিবার (২৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন পিপল এক প্রতিবেদন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। পরিবারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, লকহার্টের মৃত্যুর কারণ ছিল স্বাভাবিক। এসময় তার মেয়ে জুন এলিজাবেথ এবং নাতনি ক্রিশ্চিয়ানা তার পাশে ছিলেন।

১৯২৫ সালের ২৫ জুন নিউইয়র্কে জন্ম নেয়া লকহার্ট বড় হয়েছেন এক সংস্কৃতিমনা পরিবারে। তার বাবা জিন লকহার্ট ছিলেন জনপ্রিয় অভিনেতা। এ কারণে মাত্র ৮ বছর বয়সে মঞ্চে অভিনয়ে আত্মপ্রকাশ করেন লকহার্ট। আর দশ বছর বয়সে পরিবার নিয়ে চলে আসেন হলিউডে।

তার প্রথম সিনেমা ‘আ ক্রিসমাস ক্যারল’ মুক্তি পায় ১৯৩৮ সালে। ক্যারিয়ারের শুরুটা সিনেমা দিয়ে হলেও, প্রকৃত খ্যাতি এনে দেয় টেলিভিশন। ১৯৫৮ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত তিনি অভিনয় করেন সিবিএসের জনপ্রিয় সিরিজ ল্যাসি-তে রুথ মার্টিন চরিত্রে।

এরপর ১৯৬৫ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত মহাকাশ অভিযানের কাহিনি লস্ট ইন স্পেস-এ ছিলেন রবিনসন পরিবারের মা। এটা এমন এক চরিত্র, যা তাঁকে দর্শকের হৃদয়ে স্থায়ী স্থান দেয়।

আরও পড়ুন

লকহার্ট অভিনীত সিনেমাগুলোর মধ্যে আছে-‘লক দিস অ্যান্ড হেভেন টু’ ‘অ্যাডাম হ্যাড ফোর সন্স’, ‘সার্জেন্ট ইয়র্ক’, ‘মিস অ্যানি রুনি, ‘ফরএভার অ্যান্ড আ ডে’ এবং ‘মিট মি ইন সেন্ট লুইস’।

একসময় চলচ্চিত্রে লকহার্টের ক্যারিয়ার থমকে যায়। তখন তিনি বেছে নেন টেলিভিশনের পর্দা। তিনি ‘জেনারেল হসপিটাল’, ‘নাইট সোপ’, ‘নটস ল্যান্ডিং’ এবং ‘দ্য কলবিস’ নাটকে অভিনয় করেছেন। এছাড়া গেম এবং টক শোতেও কাজ করেছেন।

লকহার্ট তার ক্যারিয়ারে বহু নাটক সিনেমা করলেও বর্ণাঢ্য কর্মজীবনে ‘ল্যাসি’ তাকে দর্শকদের মনে জায়গা করে দিয়েছিল। লকহার্ট একবার বলেছিলেন, ‘ব্যাপারটা চমৎকার। অনেকেরই ক্যারিয়ারে এমন একটি ভূমিকা আসে, যার জন্য তিনি পরিচিতি পান। অনেক অভিনয়শিল্পী সারা জীবন ধরে অনেক কাজ করলেও, কখনো এমন একটি চরিত্র পান, যা একসময়ে তার নিজের হয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিংবদন্তী অভিনেত্রী জুন লকহার্ট আর নেই

স্বচ্ছ রাজনীতি ও মুক্ত চিন্তার পরিবেশ গড়তে নতুন প্রজন্মকেই এগিয়ে আসতে হবে

জাতীয় ঐক্য নষ্ট হলে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন হবে : সালাহউদ্দিন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪টি চোরাই গরু উদ্ধার, গ্রেফতার ৩

সীমাহীন পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া

টেস্ট অধিনায়কত্ব পেলে কেউই ‘না’ করবে না: লিটন দাস