সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪টি চোরাই গরু উদ্ধার, গ্রেফতার ৩
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার চড়া চিথুলিয়া গ্রামের চুরি যাওয়া ৪টি গরু ঘোড়াঘাট থেকে উদ্ধার করছে থানা পুলিশ। জানা যায়, গত বুধবার রাতে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চড়াচিথুলিয়া গ্রামের দুলাল প্রামাণিকের ৪টি গরু চুরি হয়ে যায়।
এ ঘটনায় দুলাল গত বৃহস্পতিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গত শুক্রবার থানার অফিসার ইনচার্জ আছলাম আলী সাংবাদিকদের জানান, গরু চুরি হওয়ার পর আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পারি যে গরুগুলো দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যায় চোর। গত বৃহস্পতিবার বিকেলে পুলিশ ফোর্সসহ হাটে গরুসহ ৩জনকে হাতে নাতে আটক করে।
আরও পড়ুনআটককৃতরা হলো, আব্দুস ছামাদ (৫৬) আবু তাহের (৪২) ও আমিরুল ইসলাম (৪০)। এদের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বলে জানা যায়। এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
মন্তব্য করুন



_medium_1761477867.jpg)

_medium_1761469338.jpg)



