ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ আটোরিকশা চালক আটক
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২৪কেজি গাঁজা সহ ব্যাটারি চালিত এক অটোরিকশা চালককে আটক করেছে থানা পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১০টায় পীরগঞ্জ পৌর শহরের বথপালিগাও এলাকা থেকে গাঁজা সহ তাকে আটক করা হয়। এ সময় দুইজন পালিয়ে যায়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, পৌর শহরের বথপালিগাও বশিরের দুয়ার থেকে তাজপুর গ্রামের দিকে যাওয়ার সময় ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে আটক করে থানা পুলিশ। পুলিশ দেখে অটোরিকশার দুই যাত্রী পালিয়ে যায়।
আরও পড়ুনপরে রিকশায় থাকা যাত্রীর ব্যাগ এবং বস্তা তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো আবস্থায় ২৪কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অটোরিকশা চালক নওশাদ, পলাতক দুলাল ও মোছা: বিউটির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক রিকশাচালককে গতকাল শনিবার দুপুরে ঠাকুরগাঁও আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন


_medium_1761477867.jpg)

_medium_1761469338.jpg)





