ভিডিও রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

ঝিনাইদহে শ্বশুরের বঁটির কোপে পুত্রবধূ নিহত

ঝিনাইদহে শ্বশুরের বঁটির কোপে পুত্রবধূ নিহত

ঝিনাইদহের শৈলকূপায় শ্বশুরের বঁটির কোপে লিমা খাতুন (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। অভিযুক্ত শ্বশুরের নাম মুকুল শেখ (৪৫)। তবে তিনি মানসিক ভারসাম্যহীন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

আজ রোববার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে শৈলকূপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের পূর্বপাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিমা খাতুন পূর্বপাইকপাড়া গ্রামের আব্দুর রবের স্ত্রী। তার দুটি সন্তান রয়েছে।

স্থানীয় রামিম হোসেন জানান, ভোরে গৃহবধূ লিমা খাতুন টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। এ সময় তার শ্বশুর ধারালো বঁটি দিয়ে তার বুকে কোপ দেয়। এরপর গৃহবধূ লিমা খাতুনের চিৎকার শুনে পরিবারের লোকজন ঘর থেকে বেরিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে তাকে মারাত্মক জখম অবস্থায় শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, অভিযুক্ত মুকুল শেখ দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। মানসিক ভারসাম্যহীনতার কারণে মুকুল শেখ সুযোগ পেলেই বাড়ির লোকজনের ওপর হামলে পড়তেন। এজন্য তাকে রশি দিয়ে বেঁধে রাখতেন পরিবারের লোকজন।

আরও পড়ুন

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, ভোর সাড়ে ৫টার দিকে জখম অবস্থায় গৃহবধূ লিমা খাতুনকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। হাসপাতালে পৌঁছানোর আগেই ওই নারীর মৃত্যু হয়েছিল। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে।

নিহত লিমার স্বামী আব্দুর রব জানান, তার বাবা মানসিক ভারসাম্যহীন। এমনকি তার বড় চাচাও মানসিক ভারসাম্যহীন ছিলেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, লিমা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত শ্বশুর মুকুল শেখকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে আমরা শুনেছি যে, অভিযুক্ত ব্যক্তি নাকি মানসিক ভারসাম্যহীন। আমরা বিষয়গুলো খতিয়ে দেখে যথাযথ আইনগত ব্যবস্থা নেব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে শ্বশুরের বঁটির কোপে পুত্রবধূ নিহত

কলকাতায় একসঙ্গে চঞ্চল-ফারিণ!

আড়াই কেজির এক ইলিশ বিক্রি ৯২০০ টাকায়

গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়ার নির্দেশ ইসরাইলের

মাইলস্টোনে বিমান না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল : হাসনাত

ম্যানইউ’র হ্যাটট্রিক জয়, টানা হার লিভারপুলের