ম্যানইউ’র হ্যাটট্রিক জয়, টানা হার লিভারপুলের
স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোমাঞ্চকর ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে হেরে টানা চার ম্যাচে পরাজয়ের মুখ দেখেছে গত আসরের লিগ চ্যাম্পিয়ন লিভারপুল।
অবশেষে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ল ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার (২৫ অক্টোবর) ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ব্রাইটনকে ৪-২ গোলে হারিয়েছে রুবেন আমোরিমের শিষ্যরা। এই জয়ে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেল দলটি। ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল ইউনাইটেড। ২৪ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাথুস কুনহা দলের হয়ে স্কোরের সূচনা করেন। মিনিট দশেক পর ব্যবধান দ্বিগুন করেন স্বদেশি মিডফিল্ডার ক্যাসেমিরো। তাতে ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধের বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতির পর ৬১ মিনিটে স্কোরশিট ৩-০ করেন ব্রায়ান এমবেউমো। তবে এরপরই বদলে যায় চিত্র। ৭৪ মিনিটে পুরনো ক্লাবের বিপক্ষে দুর্দান্ত ফ্রি-কিকে গোল করেন ড্যানি ওয়েলবেক। শেষ মুহূর্তে চারালামপোস কোস্টৌলাসের হেডে গোল করলে ব্যবধান কমে দাঁড়ায় ৩-২। তখন উদ্বেগ ছড়িয়ে পড়ে ইউনাইটেড শিবিরে। শেষ পর্যন্ত ইনজুরি টাইমে এম্বেউমোর দ্বিতীয় গোলেই স্বস্তি ফেরে। ১২ গজ দূর থেকে শক্তিশালী শটে গোল করে জয় নিশ্চিত করেন তিনি। এই জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ইউনাইটেড।
এদিকে লিগে টানা তিন ম্যাচে হারা লিভারপুল গত সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়নস লিগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে বড় জয়ে কাটায় জয়খরা। তবে প্রিমিয়ার লিগে ফিরতেই ফের খেই হারিয়েছে আর্নে স্লটের শিষ্যরা। এবার ব্রেন্টফোর্ডের মাঠে অলরেডসরা হেরেছে ৩-২ গোলে। জিটেক কমিউনিটি স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। সতীর্থের হেড পাসে দেয়া বল ভলিতে জালে পাঠান ড্যাঙ্গো উয়াত্তারা। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডামসগার্ডের বাড়ানো পাস ধরে ডি-বক্সে ঢুকে ব্যবধান দ্বিগুণ করেন কেভিন শ্যাডা।
আরও পড়ুনপ্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে লিভারপুলের পক্ষে একটি গোল শোধ করেন মিলোস কেরকেজ। বিরতির পর ৬০ মিনিটে ড্যাঙ্গোকে ডি-বক্সে ফাউল করেন ভার্জিল ফন ডাইক। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকে বল জালে পাঠান ইগর থিয়াগো। ম্যাচের নির্ধারিত সময়ের এক মিনিট আগে মোহাম্মদ সালাহর গোলে লিভারপুল ব্যবধান কমালে ম্যাচে রোমাঞ্চ জাগে। এরপর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে সফরকারীরা। কিন্তু মরিয়া চেষ্টা চালিয়েও আর গোল আদায় করতে না পারায় আর সমতায় ফিরতে পারেনি অলরেডরা।
এই নিয়ে লিগে টানা চার ম্যাচে হারলো লিভারপুল। প্রথম পাঁচ ম্যাচে টানা জেতা অলরেডরা এই হারে ১৫ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে। অন্যদিকে ব্রেন্টফোর্ড সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে।
মন্তব্য করুন










