ভিডিও রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড শতভাগ প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড শতভাগ প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা, ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড শতভাগ প্রস্তুত। বাকি দায়িত্ব রাজনৈতিক দলের নেতাদের। আশা করছি তারা তাদের দায়িত্ব পালন করবেন।

আজ রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একজনের সিমকার্ড ব্যবহার করে অন্যজন অপরাধ করে। এতে করে প্রকৃত দোষী ব্যক্তি অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থাকে। এজন্য ব্যক্তি পর্যায়ে রেজিস্ট্রেশন করা সিমকার্ড কমিয়ে আনা হবে। কোনো ঘটনা ঘটার পর দেখা যায়, সিমটি সেই ব্যক্তির নয়। আমরা চেষ্টা করছি, জাতীয় নির্বাচনের আগে একজন ব্যক্তি সর্বোচ্চ ৭টি সিমকার্ড নিজের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো কিছু সমস্যার সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন সুন্দর হবে। বিভিন্ন ক্ষেত্রে পদায়ন এবং বদলির ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে না দাবি করে তিনি যে কোনো অনিয়মের খবর প্রকাশ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। 
তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ির অনুমতি দেয়ায় তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে জাহাঙ্গীর আলম বলেন, অন্য কেউ চাইলেও অনুমতি দেয়া হবে। সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড শতভাগ প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

মেট্রোরেল চলাচল বন্ধ

নওগাঁর বদলগাছীতে ডাব চুরি করতে এসে গাছ থেকে পড়ে একজনের মৃত্যু

ধর্ম অবমাননার অভিযোগে ঢাবি শিক্ষার্থীর বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি  

দেশ গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের ভূমিকা অব্যাহত থাকবে : সেনাপ্রধান

ওমরাহ পালন শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান